গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (অনূর্ধ্ব-১৭) উদ্বোধন করা হয়েছে।
আজ মঙ্গলবার (১ জুন) ফুলছড়ি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ফুলছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে টুর্নামেন্টের উদ্বোধন করেন ফুলছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান জিএম সেলিম পারভেজ।
ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু রায়হান দোলন এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন ফুলছড়ি উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অধ্যক্ষ এটিএম রাশেদুজ্জামান রোকন, উপজেলা প্রকৌশলী ইমতিয়াজ আহমেদ ইমু, ফুলছড়ি থানার পরিদর্শক (অপারেশন) কাওছার আলী, থানার পরিদর্শক (তদন্ত) গোলাম রসুল, উপজেলা শিক্ষা অফিসার কফিল উদ্দিন, গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল আলম, ফজলুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হানিফ প্রামাণিক, উদাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন প্রমুখ।
উদ্বোধনী খেলায় উড়িয়া ইউনিয়নকে ২-১ গোলে হারিয়ে জয়লাভ করে ফুলছড়ি ইউনিয়ন দল।
ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু রায়হান দোলন জানান, এই টুর্নামেন্টে উপজেলার সাতটি ইউনিয়নের ৭টি দল অংশগ্রহণ করছে।প্রতিদিন স্বাস্থ্যবিধি মেনে মঙ্গলবার (১ জুন) থেকে তিনদিনব্যাপী এই টুর্নামেন্ট চলবে।