আমাদের গাইবান্ধা জেলা প্রতিনিধি আশরাফুল ইসলাম জানিয়েছেন, করোনা কালিন সময়ে সচেতনতা বৃদ্ধির জন্য পলাশবাড়ী পৌর এলাকার মা ও শিশু স্বাস্থ্য বিষয়ক সেমিনার ২০২১ অনুষ্ঠিত হয়েছে । আজ মঙ্গলবার বিকালে পল্লী অগ্রগতি সংস্থার আয়োজেন নিজেস্ব কার্যালয়ে গাইবান্ধা জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহযোগীতায় ও পল্লী অগ্রগতি সংস্থার পরিচালক সুরুজ হক লিটনের সভাপতিত্বে এ সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ পরিচালক সাইফুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন পলাশবাড়ী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ উম্মে কুলসুম খানম,পলাশবাড়ী পলাশবাড়ী প্রেসক্লাবের সহ সভাপতি সাইদুর রহমান প্রধান, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতনসহ অন্যান্যরা।
বক্তরা করোনা কালিন সময়ে মা ও শিশু স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা বৃদ্ধিকল্পে করণীয় কি তা নিয়ে আলোচনা করেন।