গাইবান্ধা জেলার সদর উপজেলার দারিয়ারপুর হাট ও বাজারের একমাত্র রাস্তাটি দীর্ঘসময় ধরে লক্ষ্য করা যাচ্ছে প্রতিনিয়ত এই রাস্তাটিতে যানজট থাকার কারণে ৩০০/৪০০ ফুট রাস্তা অতিক্রম করতে প্রায় ৩০/৪০ মিনিট সময় লেগে যায়। বিষয়টি জনগনের মনে অসন্তোষের সৃষ্টি করেছে।
প্রতিনিয়ত এসব দৃশ্য মানুষের জীবন মান উন্নয়নে ক্ষতিকর প্রভাব ফেলছে এবং বেলকা থেকে গাইবান্ধা পর্যন্ত আসতে যতটুকু সময় লাগে, দারিয়াপুরের এই সামান্য রাস্তাটুকু অতিক্রম করতে এমন সময় লেগে যায় মর্মে এলাকাবাসীর দাবি দারিয়াপুর জিরো পয়েন্ট অর্থ্যাৎ চারমাথায় অটোবাইক,রিকশা ও অন্যান্য যানবাহনের দাড়িয়ে থাকার অবস্হান গুলো দেখভালের জন্য ট্রাফিক পুলিশ যথারীতি দায়িত্ব পালন করলে হয়তো এখানকার যানজট নিরসন করা সম্ভব হতো।
বিডি গাইবান্ধা / উপ-সম্পাদক, মোঃ সাখাওয়াৎ হোসেন সরকার(মিলন)