রেডিও সারাবেলার ৯৮.৮ এফএম-এর ১৪২৮ বঙ্গাব্দের ক্যালেন্ডারে ছবি প্রকাশ হওয়া আলোকচিত্রশিল্পী মো.কাওছার আহম্মেদ কনক কে সংবর্ধনা দেয়া হয়। রোববার (৩০ মে) বিকেল ৪টায় রেডিও সারাবেলা হলরুমে স্বাস্থ্যবিধি মেনে এ অভিনন্দন অনুষ্ঠানের আয়োজন করে রেডিও সারাবেলা। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সারাবেলা’র চেয়ারম্যান ও এসকেএস ফাউন্ডেশনের নির্বাহী প্রধান রাসেল আহম্মেদ লিটন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেডিও সারাবেলা’র সিনিয়র স্টেশন ম্যানেজার মাহফুজ ফারুক। এরপর আলোকচিত্রশিল্পী কাওছার আহম্মেদ কনককে ক্রেস্ট, সনদপত্র ও নগদ অর্থ প্রদান করা হয়।প্রধান অতিথির বক্তব্যে সারাবেলা’র চেয়ারম্যান বলেন, গাইবান্ধাকে এগিয়ে নিতে বিভিন্নভাবে কাজ করছে রেডিও সারাবেলা। আলোকচিত্রশিল্পী সংবর্ধনা অনুষ্ঠান তারই একটা অংশ। এর মাধ্যমে তারা এ কাজে আরও বেশি উৎসাহিত হবে। সেই সাথে তিনি আলোকচিত্রশিল্পী কাওছার আহম্মেদ কনকের উত্তরোত্তর সফলতা কামনা করেন। এসময় সারাবেলার সম্প্রচারকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য আলোকচিত্রশিল্পী মো.কাওছার আহম্মেদ কনক বিডি গাইবান্ধা ডট নিউজ অনলাই নিউজ পোর্টালে ফটো সাংবাদিক হিসাবে কর্মরত আছেন।