সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০২:১৯ অপরাহ্ন
শিরোনাম :
সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার শুভ জন্মদিন পলাশবাড়ীতে স্বাধীনতা দিবসে পুরস্কার বিতরণ ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৩ উদযাপন  ফুলছড়িতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন সাদুল্লাপুরে মহান ২৬শে মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন। স্বাধীনতার ৫২ বছরেও মেলেনি বীর মুক্তিযোদ্ধার সরকারি ঘর সুন্দরগঞ্জের কঞ্চিবাড়ী ইউনিয়নে মৃত্যু শিশু উদ্ধার,অতঃপর থানায় প্রেরণ আসমানী ফাউন্ডেশন স্বীকৃতি পেল প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের ইয়ুথ পার্টনার অর্গানাইজার হিসাবে  বাংলাদেশ তাতীলীগ এর ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী: গাইবান্ধায় আলোচনা সভা গোবিন্দগঞ্জে সাপ্তাহিক কাটাখালী পত্রিকার ২২তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত

ডাঃ মোজাফ্ফর আহমেদ আই কেয়ার সেন্টার,গাইবান্ধা । ০১৭৬৭-৩০৬৭০২

গাইবান্ধা শহরের কাচারিবাজারে ভরে উঠেছে মধু মাসের ফলঃ তালের শাঁস বিক্রি করে সংসার চালান দিপ্তী মিয়া

সঞ্জয় সাহাঃ
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ মে, ২০২১

গাইবান্ধা শহরের কাচারি বাজারের আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের সামনে জমে উঠেছে জৈষ্ঠের মধু মাসের ফল কচি তাল বা তালের শাঁস বিক্রি। আর এই মধু মাসে তালের আটি ও শাঁস বিক্রি করে জীবিকা নির্বাহ করে পরিবারের সদস্যদের মুখে অন্ন জোগাচ্ছেন দিপ্তী মিয়া। প্রতি বছর গরমের সময় এই মধু মাসে তালের আটি ও শাঁস বিক্রি করেন তিনি। আর এই শাঁস বিক্রির ইনকামের টাকা দিয়ে দুই ছেলের লেখাপড়ার খরচ চালানোর পাশাপাশি পরিবারের সদস্যদের মুখে ভালভাবেই অন্ন জোগাচ্ছেন তিনি।

 

প্রকাশ,গাইবান্ধা শহরের কাচারি বাজারের আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের সামনে জমে উঠেছে জৈষ্ঠের মধু মাসের ফল কচি তাল বা তালের শাঁস।শাঁসকে অনেকে আবার তালের চোখ বলে থাকেন। প্রতি পিস তালের শাঁস বিক্রি হচ্ছে ৫টাকায়। সে হিসাবে একটি আস্তো কচি তাল বিক্রি হচ্ছে ১৫ টাকায়। ঐ দেখা যায় তাল গাছ, ঐ আমাদের গাঁ, ঐ খানেতে বাস করে কানা বকের ছা’ তালগাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে। এমন অনেক ছড়া কবিতা লিখেছেন কবি সাহিত্যিকরা। গাঁয়ে এখন বকের ছানা থাক বা না থাক, জেলার প্রতিটি এলাকার তালগাছ গুলোতে ভরে গেছে কচি তালে। মধু মাসের এ ফলকে কেউ বলে তালের শাঁস, কেউ বলে তালের চোখ, কেউ বলে তালের আটি।

 

গরমের মধ্যে তৈলাক্ত খাবারের চেয়ে তালের শাঁস অনেক উপকারী। এর মধ্যে রয়েছে আয়রন। তাই জ্যৈষ্ঠের এ মধু মাসে বাজারে নানা ফল উঠলেও সব জায়গায় জনপ্রিয় এই তালের শাঁস। গ্রীস্মের এই দিনে তালের শাঁস খুবই জনপ্রিয় একটি খাবার। প্রচন্ড গরমে মানুষের যখন পানির তৃষ্ণা লাগে তখন এই তালের শাঁস খেয়ে কিছুটা হলেও তৃষ্ণা মিটান পথচারী সহ বিভিন্ন পেশার মানুষজন। বর্তমানে এর চাহিদা অনেক বেড়েছে। একজন বিক্রেতা শাঁস কেটে তুলতে তুলতে আরো অনেক ক্রেতারা দাড়িয়ে থাকে তালের শাঁস নেবার জন্য। গাইবান্ধা শহর সহ সদর উপজেলার কামারজানি, সাদুল্লাপুরের সাহারবাজার ও বিভিন্ন উপজেলার প্রায় প্রতিটি গ্রামেই রয়েছে তাল গাছ। তালের শাঁস বিক্রি করে এই মৌসুমে গাইবান্ধার জেলা সহ বিভিন্ন জেলায় অনেক হত দরিদ্র মানুষ জীবিকা নির্বাহ করে থাকেন।

গাইবান্ধা শহরের কাচারি বাজার এলাকার বাসিন্দা ও তালের শাঁস বিক্রেতা মোঃ দীপ্তি মিয়া জানান, তিনি প্রতিবছরই এ সময়ে তালের শাঁস বিক্রি করে সংসার চালান। গ্রাম অঞ্চল সহ বিভিন্ন জেলা ঘুরে তাল ক্রয় করে গাছ থেকে পেড়ে এনে শাঁস বিক্রি করেন। জ্যৈষ্ঠ মাস থেকে আষাঢ় মাসের অর্ধেক মাস পর্যন্ত এক মাস চলবে তালের শাঁস বিক্রির কাজ। অন্য সময় তিনি সাগর কলা, চা ও কাপড় বিক্রি করে থাকেন। তবে এবার একটু দেরি করেই চলছে তালের শাঁসের ব্যবসা। প্রতিদিন তিনি সকাল ৯ টা/৯টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা/৭টা পর্যন্ত ১হাজার থেকে ১হাজার ২শ শাঁস বিক্রি করেন। একটি শাঁস ৫ টাকা ও গোটা তাল ১৫ টাকা দরে বিক্রি করা হয়ে থাকে। প্রতিদিন তিনি ৫থেকে ৬হাজার টাকার তালের আটি বিক্রি করে এতে তার প্রায় ১হাজার ৫শ থেকে ২হাজার টাকা লাভ হয়। তালের শাঁস বিক্রি করে দুই ছেলের লেখাপড়ার চালানোর পরও ৫ জনের সংসার ভালই চলে তার।

 

গাইবান্ধার বাসিন্দা ও শহরের গোবিন্দপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক মর্তুজা তাসলিম আলম তাল কিনতে এসে জানান-তালের শাস একটি সুস্বাদু ও ফরমালিনমুক্ত দেশীয় ফল। গরম থেকে এসে তালের শাঁস খেতে ভালই লাগে। তালের শাঁস খেলে তৃষ্ণা মেটে। এছাড়াও তালের আটি ও শাঁস বিক্রি করে অনেকের জীবিকা নির্বাহ হয়। ফলে এর চাহিদা অনেক।

বিডি গাইবান্ধা

Print Friendly, PDF & Email

যমুনা প্লাজা,গাইবান্ধা -01740569856

জিনিয়াস কিন্ডার গার্টেন এন্ড স্কুল ও জিনিয়াস এডুকেয়ার

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৬ পূর্বাহ্ণ
  • ১২:০৮ অপরাহ্ণ
  • ১৬:২৮ অপরাহ্ণ
  • ১৮:১৫ অপরাহ্ণ
  • ১৯:২৮ অপরাহ্ণ
  • ৫:৫৭ পূর্বাহ্ণ
bdgaibandha.news©2020 All rights reserved
themesba-lates1749691102