গাইবান্ধায় জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কামারজানী ইউনিয়নের কুন্দের পাড়া চরাঞ্চলের নদী ভাঙ্গন পরিদর্শন ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (২৯মে) দুপুরে কুন্দেরপাড়া গণ উন্নয়ন একাডেমী হাই স্কুল মাঠে
করোনা কালীন সময়ে নদী ভাঙ্গন ও খাদ্য সংকটে পড়া ১০০টি অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী অফিসার রাফিউল আলমের সভাপতিত্বে আলোচনা সভা ও বিতরণ কার্যক্রম শুরু করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাইবান্ধার জেলা প্রশাসক মোঃ আবদুল মতিন। আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস. এম. ফয়েজ উদ্দিন, মো: লোকমান হোসেন, মৌমিতা গুহ ইভা, জান্নাতুল ফেরদৌস উর্মি সহ অত্র ইউনিয়নের ইউপি চেয়ারম্যান ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় জেলা প্রশাসক নদী ভাঙ্গনে যাদের ঘরবাড়ি বীলিন হয়েছে তাদের নতুন করে ঘড় দেওয়ার জন্য সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন। আশ্বাস পেয়ে অসহায় নিঃশ্ব লোকগুলোর চোখে মুখে আশার আলো ফুটে ওঠে। এর আগে গণ উন্নয়ন কেন্দ্র গাক এর আয়োজনে পশ্চিম খারজানী চরাঞ্চলে প্রকল্প অবহিতকরণ ও নদী ভাঙ্গনে আশ্রয়হীন ৪০টি পরিবারে আশ্রয়ের জন্য ক্লাষ্টার উদ্বোধন করা হয়।