গত বুধবার বিডি গাইবান্ধা ডট নিউজ অনলাইন নিউজ পোর্টাল, সামাজিক যোগাযোগ মাধ্যম ও জাতীয় দৈনিক নতুন দিন পত্রিকায় সংবাদ প্রকাশের পর গাইবান্ধা সদর হাসপাতাল- নাকাইহাট রাস্তা সংস্কারে লে আউট দিয়ে রাস্তা নির্মানের উদ্বোধন করলেন গাইবান্ধা পৌর মেয়র মতলুবর রহমান।
গাইবান্ধা পৌরসভার বাস্তবায়নে গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প ২য় পর্যায় এর আওতায় ২০২১-২২ অর্থবছরে বৃহস্পতিবার গাইবান্ধা শহরের ৪ নং ওয়ার্ড এর গাইবান্ধা সদর হাসপাতাল- নাকাইহাট রাস্তা পর্যন্ত আর সিসি রাস্তা নির্মানে লে আউট দিয়ে রাস্তা উদ্বোধন করলেন গাইবান্ধা পৌর মেয়র মতলুবর রহমান। রাস্তাটির নির্মানে বরাদ্দ হয়েছে ৬১ কোটি ৯২ লাখ ১হাজার ৫শ ৭৩ টাকা। এ সময় উপস্থিত ছিলেন ৪ নং ওয়ার্ড কাউন্সিলর রকিবুল হাসান সুমন সব অনেকে।
উল্লেখ্য, পৌর কর্তৃপক্ষ যেন অন্ধঃ সামান্য বৃষ্টিতে গাইবান্ধা সদর হাসপাতাল- কলেজরোড রাস্তায় কাদা-পানিঃ রোগীসহ জনদুর্ভোগ চরমে ” শীর্ষক সংবাদ গত বুধবার বিডি গাইবান্ধা ডট নিউজ অনলাইন নিউজ পোর্টাল, সামাজিক যোগাযোগ মাধ্যম আমার ব্যাক্তিগত পেজে ও জাতীয় দৈনিক নতুন দিন পত্রিকায় সংবাদ প্রকাশ হয়েছিল। এতে করে পৌর মেয়র মতলুবর রহমান এর দৃষ্টি গোচর হলে তিনি বিষয়টি নজরে নেন।
বিডি গাইবান্ধা/