“ঘাঘট লেক বাচাও, ঘাঘট বিনোদন কেন্দ্র বাচাও, পরিবেশ বাচাও” এই প্রতিপাদ্যে গাইবান্ধায় ফোরলেন সড়কের ড্রেনের দূষিত পানি গাইবান্ধা শহরের বিনোদন কেন্দ্র হিসেবে গড়ে তোলা ঘাঘট লেকে গাইবান্ধা সড়ক ও জনপথ বিভাগ শহরের অপরিকল্পিত ড্রেনের ময়লা-দুর্গন্ধযুক্ত পানি ফেলার জন্য পুরাতন ঘাঘট ব্রীজের পাশে ড্রেন নির্মাণের জন্য কাজ শুরু করেছে। ঘাঘট লেক বাঁচাতে ড্রেনের দূষিত ময়লা দুর্ঘন্ধযুক্ত পানি ঘাঘট লেকে ফেলা বন্ধের দাবিতে শনিবার সকালে গাইবান্ধা শহরের পুরাতন ব্রীজরোডে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গাইবান্ধা সচেতন নাগরিক সমাজ কর্তৃক আয়োজিত উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন- বীর মুক্তিযোদ্ধা ও সাপ্তাহিক গনপ্রহরী পত্রিকার প্রকাশক এস,কে মজিদ মুকুল, বাংলাদেশের ওয়ার্কাস পার্টি পলিট ব্যুরোর সদস্য আমিনুল ইসলাম গোলাপ, ঘাঘট লেক রক্ষা কমিটি গাইবান্ধার সভাপতি মোঃ নুরুজ্জামান সরকার, গাইবান্ধা জেলা জাতীয় পার্টি যুগ্ন আহবায়ক আনোয়ারুল ইসলাম লেবু, জাসদ গাইবান্ধা সভাপতি জিয়াউল হক জনি, বাসদ গাইবান্ধা সভাপতি মিহির ঘোষ, বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন গাইবান্ধা জেলা শাখার সদস্য সচিব মঞ্জুর আলম মিঠু, বাংলাদেশ শিক্ষক সমিতি গাইবান্ধা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল ইসলাম সোহেল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ৭১ টিভির গাইবান্ধা জেলা প্রতিনিধি শামীম আল সাম্য।
এ সময় উপস্থিত ছিলেন আরটিভির ফেরদৌস জুয়েল, নিউজ ২৪ প্রতিনিধি আসাদুজ্জামান মামুন, দৈনিক নতুন দিন পত্রিকার গাইবান্ধা জেলা প্রতিনিধি ও বিডি গাইবান্ধা ডট নিউজ বার্তা সম্পাদক সঞ্জয় সাহা, জিটিভি টিভির প্রতিনিধি শাহজাহান সিরাজ, দৈনিক জবাবদিহি টিভি গাইবান্ধা প্রতিনিধি মিজানুর রহমান সহ অনেকে।
বক্তরা বলেন, ঘাঘট লেকে ড্রেনের ময়লা-দুর্গন্ধযুক্ত পানি ফেলা হলে ঘাঘট লেকের পরিবেশ নষ্ট হবে। ড্রেনের দূষিত ময়লা দুর্ঘন্ধযুক্ত পানির কারণে বিনোদনের জন্য ঘাঘট লেক ব্যবহারের অনুপোযোগী হয়ে পড়বে এবং ঘাঘট লেক ময়লা পানির ভাগারে পরিনত হবে। বক্তরা সড়ক ও জনপথ বিভাগকে শহরের ড্রেনগুলি পরিকল্পিতভাবে নির্মাণ ও ড্রেনের পানি আলাই নদীতে ফেলার দাবি জানান।
বিডি গাইবান্ধা/