সাদুল্লাপুর ন্যাশনাল সার্ভিস (৫ম পর্ব) ৫ম ব্যাচের আংশিক বেতন ও স্থিতির টাকা না পাওয়ায় লিখিত অভিযোগ করেছেন নিয়োগপ্রাপ্ত সুবিধাভোগীরা।
অভিযোগ করেন সকলের পক্ষ থেকে সুবিধাভোগী মোঃ তাজুল ইসলাম।
সাদুল্লাপুর যুব উন্নয়ন অধিদপ্তরের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ নবীনেওয়াজ অভিযোগপত্র গ্রহণ করেন।
এসময় উপস্থিত ছিলেন ৫ম ব্যাচের সুবিধাভোগী আফরুজা খাতুন, মাকসুদা বেগম, ফাতেমা আকতার নীলা, রোকসেনা খানম, ফিরোজ কবির, তারা মিয়া, আমিনুর রহমান, রাজিয়া সুলতানা, আনোয়ারুল ইসলাম, শামীম সরদার, মাহবুবা খাতুন, সঞ্চিতা রানী, কায়দা আজম, সামছুন্নাহার, ফেরদৌসী আকতার প্রমুখ।
সুবিধাভোগীদের দাবী নিয়োগ যোগদান করে দুই বছর ছয় মাস অতিবাহিত হলেও এখন পর্যন্ত তাদের বেতন ও স্থিতির টাকা পরিশোধ করা হয়নি।
সুবিধাভোগী নীলা বলেন- আমাদের শর্ত অনুযায়ী নিয়োগ যোগদানের সময় থেকে দুই বছর কাজ করে বেতন ও স্থিতির টাকা পরিশোধ করার কথা রয়েছে। আবার অন্যান্য ব্যাচের সুবিধাভোগীরা নিয়ম অনুযায়ী বেতন ও স্থিতির টাকা পেয়েছে তাহলে আমরা কেন পাচ্ছি না?
তাজুল বলেন- মাননীয় প্রধানমন্ত্রী ঘরে ঘরে চাকরী ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বেকার যুবদের কর্মের ব্যবস্থা করে দিয়েছেন সে জন্য ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু দুই বছর পেরিয়ে ছয়মাস অতিবাহিত হলেও আমাদের বেতন ও স্থিতির টাকা এখনো পরিশোধ করা হয়নি। কর্মকর্তা নানা অজুহাত দেখিয়ে বেকার যুবদের হয়রানি করাচ্ছে।
এবিষয়ে মোঃ নবীনেওয়াজ সংশ্লিষ্ট দপ্তরের সাথে কথা বলে সমাধান করার আশ্বাস দেন। পরে একই অভিযোগপত্র সাদুল্লাপুর যুব উন্নয়ন অধিদপ্তরে প্রদান করা হয়।