গাইবান্ধার সদর উপজেলায় যাত্রীবাহি বাসের সঙ্গে সিএনজির মুখোমুখী সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছে সিএনজির চালকসহ আরও তিনজন।
শুক্রবার (২৮ মে) সকালে গাইবান্ধা-সাঘাটা সড়কের সদর উপজেলার বাদিয়াখালি এলাকার বটতলায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, দুলাল চন্দ্র ও রাজু মিয়া। এরমধ্যে দুলাল চন্দ্রের বাড়ি সদর উপজেলায় রমনাথের ভিটায় ও রাজু মিয়ার বাড়ি শিমুলতাইল গ্রামে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা থেকে আসা আল মদিনা নামের যাত্রীবাহি বাস বাদিয়াখালির বটতলায় পৌঁছিলে হঠাৎ করে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহি একটি সিএনজির সঙ্গে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে সিএনজি উল্টে দুমড়ে-মুচড়ে গেলে সিএনজিতে থাকা দুলাল চন্দ্র ঘটনাস্থলেই মারা যান এবং চালকসহ আরও তিনজন আহত হয়। দ্রুত আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন চিকিৎসক। রংপুরে নেওয়ার পথে তাদের মধ্যে মৃত্যু হয় রাজু মিয়ার।
হতাহতের বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজার রহমান জানান, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়। এছাড়া ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত বাস ও দুমড়ে-মুচড়ে যাওয়া সিএনজিটি উদ্ধার করা হয়েছে। তবে বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলার প্রক্রিয়া চলছে।
বিডি গাইবান্ধা ডট নিউজ /সম্পাদক