অবশেষে হুইল চেয়ার পেল শারিরীক প্রতিবন্ধী রিপন ও জাহাঙ্গীর আলম। নিউ লাইফ ফাউন্ডেশন এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবু জাহিদ নিউ এর ব্যক্তিগত তহবিল থেকে হুইল চেয়ার দিলেন কষ্টে থাকা শারীরিক প্রতিবন্ধী রিপন ও জাহাঙ্গীরকে। গাইবান্ধার পলাশবাড়ীতে বাবা হারা শারীরিক প্রতিবন্ধী জাহাঙ্গীর আলম ও স্কুল ছাত্র রিপন এর একটি হুইল চেয়ারের আকুতি “শিরোনামে জাতীয় পত্রিকাসহ বিভিন্ন অনলাইন গণমাধ্যমে একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। শারীরিক প্রতিবন্ধী রিপন ও জাহাঙ্গীর এর খবরটি নজরে আসে নিউ লাইফ ফাউন্ডেশনের চেয়ারম্যান মানবতার ফেরিওয়ালা ইঞ্জিনিয়ার আবু জাহিদ নিউ এর। খবরটি পড়ে দুটি হুইল চেয়ার দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। পরে তিনি প্রতিবেদকের সঙ্গে যোগাযোগ করেন।
শুক্রবার (২৮মে) দুপুরে প্রতিবেদক ও প্রতিবন্ধী জাহাঙ্গীর আলম ও রিপন এর পরিবারের উপস্থিতিতে প্রতিবন্ধী দু’জনকে দু’টি হুইল চেয়ারটি দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, নিউ লাইফ ফাউন্ডেশন এর তিন উপজেলার সমম্বয়কারী আব্দুর রব আবু ছালেক, কোষাধ্যক্ষ হাবিবুর রহমান মাষ্টার, মনোহরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওহাব প্রধান রিপন, প্রেসক্লাব পলাশবাড়ী সহ-সভাপতি মোঃ আরিফ উদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান রুবেল প্রমূখ।
খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার হরিনাথপুর ইউনিয়নের কদমতলী গ্রামের মৃত্যু হেলাল উদ্দিনের ছেলে জাহাঙ্গীর আলম (৩৫) ও মনোহরপুর ইউপির কুমারগাড়ী গ্রামের নুর আলম শেখের ছেলে রিপন (১৫)। জন্ম থেকেই জাহাঙ্গীর ও রিপন শারীরিক প্রতিবন্ধী। চার হা-পা-ই তার নষ্ট। হা-পা দিয়ে কোনো ভাবেই হাটা চলা করতে পারে না। হাত-পায়ের অধিকাংশই বাঁকা ও মোড়ানো। হুইল চেয়ার পেয়ে জাহাঙ্গীর আলম আনন্দে কেঁদে ফেলেন। রিপনের মা বলেন সাধ্যমতে একটি হুইল চেয়ার কিনে দেয়ার চেষ্টা করছি কিন্তু পারিনি। এখন থেকে রিপনের কষ্ট কমলো।
তিন উপজেলার পীরগঞ্জ উপজেলার কাবিলপুর ইউনিয়নে ১টি, পলাশবাড়ী উপজেলার পৌরসভায় ১টি, হরিনাথপুর ইউনিয়নে ১টি, মনোহরপুর ইউনিয়নে ১টি সহ মোট চারটি হুইলচেয়ার বিতরণ করেন।
নিউ লাইফ ফাউন্ডেশন এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবু জাহিদ নিউ এর সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান, আমি থাকিনা কেন দূরে তবুও দেশের অসহায় গরীব দুস্থ মানুষের জন্য নিরর্লস ভাবে কাজ করে যাব। পরিশেষে তিনি আরোও বলেন, কোভিড-১৯ স্বাস্থ্যবিধি মেনে চলুন সুস্থ থাকুন।