গাইবান্ধার সাদুল্লাপুরে পাওনা টাকা ফেরত চাওয়ায় বিবাদী কর্তৃক বাদীকে মারপিট ও মামলার হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এবিষয়ে ২৭-০৫-২০২১ বৃহস্পতিবার সাদুল্লাপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছে নুরনেছা বেগম। যাহার জিডি নং-১১৫৮।
জিডি হতে জানাযায়- গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ফরিদপুর ইউনিয়নের তাহেরপুর গ্রামের মৃত মহির উদ্দিনের স্রী নুরনেছা বেগম (৫০) একই ইউনিয়নের নয়ানপুর গ্রামের মোঃ সফিয়াজ্জামান আকন্দের পুত্র মোঃ জোবায়েল(২৪) দূরসম্পর্কের আত্নীয় হওয়ায় দুই পরিবারে যাতায়াত করত। এই সুযোগে জোবায়েল মহেন্দ্র ক্রয় এবং ক্রয়কৃত মহেন্দ্রের অংশীদারত্বের কথা বলে নুরনেছা বেগমের কাছ থেকে ৭০০০০০/- (সাত লক্ষ) টাকা গ্রহণ করেন। কিন্তু জোবায়েল মহেন্দ্র নিজ নামে ক্রয় করেন। নুরনেছা বেগম বিষয়টি জানতে পেয়ে টাকা ফেরত চাইলে জোবায়েল গত ১৫-০৩-২০২১ তারিখে সকাল ১০.০০টায় নুরনেছার বাড়িতে আসিয়া জনতা ব্যাংক রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার মাদারগঞ্জ শাখার যাহার সঞ্চয়ী হিসাব নং ০১০০২১৯৮৮৭৬৬৮ এর একটি চেকের পাতায় ৭০০০০০(সাত লক্ষ)টাকা উল্লেখ পূর্বক প্রদান করেন। এরপর নুরনেছা বেগম
টাকা উত্তোলন করতে গিয়ে জানতে পারেন উক্ত হিসাব নম্বরে কোন টাকা নেই। এরপর বিভিন্ন তারিখে টাকা প্রদানে তালবাহনা করতে থাকে জোবায়েল। গত ২৪-০৫-২০২১ তারিখে বিকাল ০৩.০০টায় নুরনেছা বেগমের বাড়ির সামনের রাস্তায় জোবায়েলকে দেখতে পেয়ে টাকা চাওয়া মাত্রই অকথ্য ভাষায় গালিগালাজ, মারপিট করার হুমকী দেয় জোবায়েল। নুরনেছা বলেন আমার মেয়ে, মেয়ে জামাই ও নাতীর বিরুদ্ধে মিথ্যা মামলা করিয়া হয়রানি করাইবে এমন হুমকীও দিয়েছে জোবায়েল।