বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
গোবিন্দগঞ্জে চেয়ারম্যান খন্দকার আব্দুর রহমান মাস্টার ও ইয়াছিন আলীর অকাল মৃত্যুতে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত গাইবান্ধার গিদারী দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ে “ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ” পথ নাট্য উৎসব” জাতীয় বাজেটে উন্নয়ন বরাদ্দ সহ ১২ফা দাবিতে-গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ পলাশবাড়ীতে কাজীর বিরুদ্ধে কাবিননামা জালিয়াতিসহ নারীকে শ্লীলতাহানির অভিযোগ  নীলফামারী দ্বীপ্তমান যুব উন্নয়ন সংস্থার আয়োজনে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে মাদকবিরোধী আলোচনা সভা গাইবান্ধা জেলা পুলিশের ত্রৈমাসিক ম্যাগাজিন পুলিশ বার্তা’র মোড়ক উন্মোচন গাইবান্ধার সাদুল্যাপুরে অস্ত্রসহ সহ নজরুল নামে ১ ব্যাক্তিকে আটক করেছে ডিবি পুলিশ দুদকের উদ্যোগে পলাশবাড়ীতে আন্তঃজেলা স্কুল বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত  গাইবান্ধায় অংকুর ফাউন্ডেশন কর্তৃক মেডিকেল শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান গাইবান্ধায় ৮৫টি শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত

ডাঃ মোজাফ্ফর আহমেদ আই কেয়ার সেন্টার,গাইবান্ধা । ০১৭৬৭-৩০৬৭০২

সাদুল্লাপুরে অধিগ্রহন কৃত জমির ন্যায্য মূল্য নির্ধারণের দাবীতে মানববন্ধন

আমিনুর রহমান গাইবান্ধা
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ মে, ২০২১

গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট মহাসড়কে অধিগ্রহন কৃত জমির ন্যায্য মূল্য নির্ধারণের দাবীতে জমির মালিকগণ মানববন্ধন করেন।
শুক্রবার (২৮মে) সকাল ১১.০০ টায় সাদুল্লাপুর ধাপেরহাটের জাতীয় মহাসড়কের আখ সেন্টারের সামনে বৃষ্টি কে উপেক্ষা করে শত শত নারী পুরুষ মানববন্ধনে অংশগ্রহণ করেন।
সরেজমিনে জানাযায়- ৮এর (৩)(ক) নং উপধারা মোতাবেক সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের পালানপাড়া মৌজা এলাকার বাণিজ্যিক জমির মূল্য ধরা হয়েছে প্রতি একর ২৩৯৪৫৪৬ টাকা আর প্রতি শতাংশ জমির মূল্য প্রায় ২৩৯৪৫ টাকা এবং বাড়ির জমির মূল্য একর প্রতি ২৭৩১৪২৯ টাকা আর প্রতি শতাংশ জমির মূল্য ২৭৩১৪ টাকা। অপর দিকে একই ইউনিয়নের হাসানপাড়া মৌজার বাণিজ্যিক জমির মূল্য ধরা হয়েছে প্রতি একর ২০,০০,০০,০০০ টাকা আর প্রতি শতাংশ জমির মূল্য প্রায় ২০,০০,০০০ টাকা এবং বাড়ির জমির মূল্য একর প্রতি ২১,৫৭,১৩৭টাকা আর প্রতি শতাংশ জমির মূল্য ২১,৫৭১ টাকা নির্ধারণ করা হয়েছে, অর্থাৎ পালানপাড়া মৌজার প্রতি শতাংশ জমির তিনগুণ ধরে মূল্য ৭১০০০টাকা আর হাসানপাড়া মৌজার প্রতি শতাংশ জমির মূল্য তিনগুণ ধরে ৬০,০০০০০টাকা নির্ধারণ করেছে কর্তৃপক্ষ। যা ৮ধারার নোটিশ মোতাবেক হাসানপাড়া মৌজার জমির মূল্যের চেয়ে পালানপাড়া মৌজার জমির মূল্য অস্বাভাবিক কম ধরা হয়েছে। অথচ সরকারি ভাবে জমির বিক্রির মূল্য হাসানপাড়া মৌজার জমির চেয়ে পালানপাড়া মৌজার জমির মূল্য দ্বিগুণেরও বেশি। তাই পালানপাড়া মৌজার জমির অস্বাভাবিক মূল্য স্বাভাবিক করার লক্ষ্যে পালানপাড়াবাসী এই মানববন্ধনের আয়োজন করেন।
এসময় বক্তব্য রাখেন- বাংলাদেশ আওয়ামীলীগ ধাপেরহাট ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক শফিকুল কবির মিন্টু, সাংগঠনিক সম্পাদক লাবলু প্রামাণিক, জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য শরিফুল ইসলাম প্রামানিক, জমির মালিক তৌহিদুল ইসলাম বিপ্লব, মিজানুর রহমান প্রামাণিক, অজিত সাহা, স্বপন সাহা, সারোয়ার, নজরুল ইসলাম, আশিকুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন- কিছু অসাধু কর্মকর্তা কর্মচারীর ও স্থানীয় দালাল চক্র অসৎ উদ্দেশ্য চরিতার্থের জন্য জমির প্রকৃত মূল্য জমি মালিকদের না দিয়ে মনগড়া মূল্য নির্ধারণ করে অবকাঠামতে অধিক টাকা প্রদান করেছে। তারা জমি মালিকদেরকে বঞ্চিত করেছে। এমন অসামঞ্জস্য পূর্ন মূল্য মেনে নেওয়া কোনভাবেই সম্ভব নয়।তারা এর প্রতিকার চেয়ে সংশ্লিষ্ট কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেন।

Print Friendly, PDF & Email

যমুনা প্লাজা,গাইবান্ধা -01740569856

জিনিয়াস কিন্ডার গার্টেন এন্ড স্কুল ও জিনিয়াস এডুকেয়ার

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৪৭ পূর্বাহ্ণ
  • ১২:০০ অপরাহ্ণ
  • ১৬:৩৬ অপরাহ্ণ
  • ১৮:৪৭ অপরাহ্ণ
  • ২০:১২ অপরাহ্ণ
  • ৫:১০ পূর্বাহ্ণ
bdgaibandha.news©2020 All rights reserved
themesba-lates1749691102