গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলা জামে মসজিদের অজুখানা সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে।
ফুলছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান জিএম সেলিম পারভেজ আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ জামে মসজিদের অজুখানা সংস্কার কাজের উদ্বোধন করেন। এসময় মসজিদের ইমাম, গন্যমান্য ব্যক্তি ও স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) প্রকল্পের আওতায় ২ লক্ষ টাকা ব্যয়ে অজুখানাটি সংস্কার করা হচ্ছে। অজুখানাটির সংস্কার কাজ শেষ হলে মুসল্লিদের অনেক সুবিধা হবে।