গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের কালিতলা বাজারে কসাই লালু মিয়া ও গোফ্ফার মিয়া গত ৮/১০দিন আগের বিক্রি না হওয়া ফ্রিজে রাখা পচাঁ দুর্গন্ধযুক্ত মাংস বিক্রি চেষ্টার সময় মাংসের দুর্গন্ধ পেয়ে স্থানীয় লোকজন প্রশাসনকে খবর দেয়।এ খবর পেয়ে উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর মিলন কুমার গুনের নেতৃত্বে সংশ্লিষ্ট কর্মকর্তাগন ঘটনাস্থলে পৌঁছে কসাই গোফ্ফারের দোকানে ৫কেজি ও লালু মিয়ার দোকানে ৩কেজি পচাঁ দুর্গন্ধ যুক্ত মাংস পেয়ে জব্দ করেন।এবং শতাধিক জনতার উপস্থিতিতে ৮কেজি পচাঁ মাংস সড়কের ধারে গর্তখুড়ে কেরসিন তেল ঢেলে মাটিতে পুঁতে ফেলেন। গতকাল বিকালে এ অভিযান পরিচালনা শেষে উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর মিলন কুমার গুন বলেন, পচাঁ মাংস বিক্রি করলে,মাংস জব্দসহ জেল- জরিমানার বিধান রয়েছে। আমাদের ভেজাল বিরোধী বাজার মনিটরিং অব্যাহত রয়েছে।