গাইবান্ধা জেলার সাদুল্লাপুর যুবলীগের নেতৃত্বে মাস্ক বিতরণ ও সচেতনতা মূলক প্রচারণা কর্মসূচি অনুষ্ঠিত হয় । ২৫ মে (মঙ্গলবার) গোধুলী লগ্নে শহিদ মিনার চত্বরে উপজেলা যুবলীগের নেতৃত্বে মাস্ক বিতরণ ও সচেতনতা মূলক প্রচারণা কর্মসূচি উদ্ধোধন করেন যুবলীগের সভাপতি শাহ মোঃ ফজলুল হক রানা, এ সময়ে উপস্থিত ছিলেন জেলা আ’লীগের ত্রাণ ও সমাজ কল্যান সম্পাদক মতিয়ার রহমান, সাদুল্লাপুর উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া খন্দকার,উপজেলা সেচ্ছাসেবকলীগের আহ্বায়ক এশরাফুল কবির আরিফ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রিপন, এ ছাড়াও উপস্থিত ছিলেন অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মী। প্রচারণাকালে রানা বলেন, আমরা মহামারী করোনার কারণে খুবই খারাপ সময় পার করছি, এর পরও বলবো সাহস হারাবেন না, আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ যুবলীগ, ছাত্রলীগসহ সকলে জনতার পাশে আছি। করোনাকালীন সময়ে যে কোন প্রয়োজনে আমরা আপনাদের সহযোগিতা করতে প্রস্তুত। আমাদের একটাই রিকুয়েষ্ট আপনারা সচেতন হউন, আপনি সচেতন হলে আপনার পরিবারসহ আশপাশের মানুষ সুস্থ থাকবে। আর সরকার কর্তৃক প্রদত্ত স্বাস্হ্য বিধি মেনে চলুন।