ঘূর্ণিঝড় ইয়াস এর প্রভাবে গাইবান্ধার চরাঞ্চলসহ বিভিন্ন স্থানে ঝড়ছে মাঝারি সহ গুড়িগুড়ি বৃষ্টি। অবিরত এমন বৃষ্টিপাত হওয়া মানুষের মাঝে কিছুটা আতঙ্ক বিরাজ করছিল।
২৫ মে মঙ্গলবার দিনগত রাত ৮ টা থেকে সাড়ে ১২ টাকা পর্যন্ত মাঝাড়ি আকারে বৃষ্টি অব্যাহত রয়েছে। বিরাহীনভাবে এ বৃষ্টিপাতে আকাশের নেই কোনো গর্জন ও দমকা হাওয়া। এতে করে কিছুটা হলেও অতিরিক্ত গরম থেকে স্বস্তি পেয়েছে মানুষজন। বৃষ্টির কারনে স্বাভাবিক দিনের থেকে শহরে লোকজনের উপস্থিতি ছিল কম।
জানা যায়, গাইবান্ধা শহর ও নদ-নদীর তীরবর্তী এবং চরাঞ্চল এলাকাসহ আরও বিভিন্ন স্থানে মাঝারি সহ গুড়িগুড়ি বৃষ্টি অবিরত ঝড়ছে। ঘূর্ণিঝড় ইয়াস এর প্রভাবে হঠাৎ করে বৃষ্টি শুরু হওয়ায় শহর ও হাট-বাজারে অবস্থান নেওয়া মানুষেরা আটকে পড়ে যায়। এই বৃষ্টি থামবে মনে করে অনেকে বিভিন্ন স্থানে আশ্রয় নেয়। কিন্তু দীর্ঘ সময় ধরে টানা বৃষ্টি হওয়ায় বাধ্য হয়ে শরীর ভিজে বাসা-বাড়িতে
পৌঁছাতে শুরু করেছে আটকে পড়া মানুষেরা। কেউ বা পলিথিন মাথায়, কেউ কেউ ছাতা, আবার অনেকে বিকল্প উপায়ে ফিরছিলেন।
দেশের উপকূলীয় ঘূর্ণিঝড় ইয়াস ধীরে ধীরে ঘনীভূত হয়ে আসছে। এমন খবরা খবর গাইবান্ধার মানুষেরা টেলিভিশনসহ বিভিন্ন গণমাধ্যম থেকে জানতে পেরে তাদের মাঝে কিছুটা আতঙ্ক দেখা দিয়েছে। ইয়াস এর প্রভাবে গাইবান্ধা জেলায় টানা বৃষ্টি অব্যাহত থাকলেও এ নিয়ে প্রশাসনের পক্ষ থেকে কোনো সতর্ক বার্তা জানানো হয়নি।
নাগবাড়ী বাজারে আসা শিক্ষক মোসলেম আলী জানান, প্রয়োজনের তাগিদে সন্ধ্যার দিকে এ বাজারে আসা হয়। ঘূর্ণীঝড় ইয়াস এর প্রভাবে রাত ৮ টার দিকে মাঝাড়ি ধরণের বৃষ্টি শুরু হয়েছে। অবিরত বৃষ্টি পড়ায় অবশেষে পলিথিন মাথায় দিয়ে ফিরতে হচ্ছে বাড়িতে।
বিডি গাইবান্ধা/