গাইবান্ধার সাদুল্লাপুরে অভিযান চালিয়ে ৩টি ডায়াগনস্টিক সেন্টারে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ২৪ মে সাদুল্লাপুর উপজেলা শহরের বিভিন্ন ডায়াগনোষ্টিক সেন্টারের অনিয়মে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী মেজিস্ট্রেট নবীনেওয়াজ। এ সময়ে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. আ.ম.আখতারুজ্জামান ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শাহিনুল ইসলাম মন্ডল। এ সময় মর্ডান ডায়াগনোষ্টিক সেন্টারকে ৫০০০ টাকা ,মেডিপ্যাথ ডায়াগনোষ্টিক সেন্টারকে ৫০০০ টাকা এবং তানিয়া ডায়াগনোষ্টিক সেন্টারকে ৫০০০ টাকা।মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।