লালমনিরহাট জেলার পাটগ্রামে ভুট্টাক্ষেতে ফেলে যাওয়া নবজাতকের কান্না,জীবিত নবজাতককে ভুট্টাক্ষেত থেকে উদ্ধার করেছে পুলিশ।
কে বা কারা শুক্রবার ভোরে ভুট্টাক্ষেতে শিশুটিকে ফেলে রেখে যায়। সকালে স্থানীয়রা একটি শিশুকে কাপড়ে মোড়ানো অবস্থায় দেখতে পান, মেলেনি অবিভাবকের সন্ধান।
পাটগ্রামে উদ্ধারকৃত নবজাতকের আকাঙ্ক্ষায় সাত দম্পতি।
নবজাতক কে পেতে জেষ্ঠ বিচারিক হাকিম আদালতে সাতজন দম্পতি আবেদন করেছেন।
এর আগে পাটগ্রামে ভুট্টাক্ষেত থেকে নবজাতক উদ্ধার” শিরোনাম বিভিন্ন গণমাধ্যমে একটি প্রতিবেদন প্রকাশিত হলে নবজাতকে পেতে আদালতে সাত দম্পতি আবেদন করেন।
রোববার (২৩মে) দুপুরে লালমনিরহাট আদালতে শিশুটিকে দত্তক নিতে সাত দম্পতি আবেদন করেন।
দুপুরে বিভিন্ন জেলা থেকে আসা দম্পতিরা আদালত প্রাঙ্গণে শিশুটিকে দত্তক নেয়ার আগ্রহ প্রকাশ করেন। পরে তারা আইনগতভাবেই শিশুটির দায়িত্ব নিতে চান।
লালমনিরহাট জেলার জেষ্ঠ বিচারিক হাকিম আদালতে বিচারক ফেরদৌসী বেগম,
আজ( ২৪মে) সোমবার দুপুরে এ বিষয়ে শুনানি প্রদান করবেন।
পাটগ্রাম জগতবেড় ইউনিয়নের মুন্সীরহাট এলাকার নবজাতকটিকে উদ্ধারকারী রিনা বেগম(২৬) বলেন,‘আমার তিন ছেলে। মেয়ে নেই। আমি বাচ্চাটা পাইছি, আমিই মানুষ করব। আদালত যেন এই রায় প্রদান করেন।শিশুটিকে দত্তক নিতে আগ্রহী হয়েছে অনেকেই। নবজাতকের নাম দেওয়া হয়েছে “চাঁদকন্যা”
এ বিষয়ে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান,নবজাতকটি সুস্থ আছে। শিশুটিকে সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে আপাতত রিনা বেগমের হেফাজতে রাখা হয়েছে।পরবর্তীতে আদালত সিদ্ধান্ত অনুযায়ী নিয়ম কানুন অনুযায়ী দত্তক দেওয়া হবে।