রাস্তা থেকে ড্রেন উচা হওয়ায় সামান্য বৃষ্টিতে গাইবান্ধা শহরের ফায়ার সার্ভিস- সদর হাসপাতাল- কলেজরোড রাস্তায় কাদা-পানি জমায় রোগীসহ ওই রাস্তা দিয়ে চলাচলকারী মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এই সমস্যা সমাধানের জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।
প্রকাশঃ গাইবান্ধা সদর উপজেলাসহ পার্শ্ববর্তী বিভিন্ন উপজেলার হাজার হাজার মানুষ প্রতিদিন এ রাস্তা দিয়ে চলাচল সহ সদর হাসপাতালে আসে চিকিৎসার জন্য। শুধু তাই নয় সিভিল সার্জন অফিস ও সদর হাসপাতালের ষ্টাফ, রাস্তা সংলগ্ন বাসাবাড়ি ও ব্যাবসায়ীদের চলাচলে পোহাতে হচ্ছে দূর্ভোগ।
কিন্তু চলতি বর্ষা মওসুমে এ রাস্তার অবস্থা অত্যন্ত বেহাল। কাদা-পানিতে একাকার। বিশেষ করে বর্ষা মওসুমে দুর্ভোগ সীমাহীন। ত্রুটিপূর্ণ রাস্তা, ড্রেনেজ ব্যবস্থা ও বৃষ্টির পানি তাৎক্ষনিকভাবে সরানোর কোন সু-ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই বাজারগুলোর ব্যস্ততম সড়কের উপর দেখতে-দেখতে পানি ও কাঁদা জমে যায়। ফলে যাতায়াতের অনুপযোগী হয়ে পড়ে। এতে সাধারণ পথচারীদেরকে চরমভাবে ভোগান্তি পোহাতে হচ্ছে। গত কয়েকদিনের ঘন ঘন বৃষ্টিতে এই রাস্তার অধিকাংশ স্থানে কাদা আর পানি জমতে দেখা গেছে। ড্রেনেজ ব্যবস্থা থাকলেও রাস্তা থেকে ড্রেন উচু হওয়ায় কোন কাজেই লাগছে না সেই ড্রেন। যে কারণে এসব রাস্তায় উপর দীর্ঘসময় কাঁদা ও পানি জমে থাকে।
গাইবান্ধা সদর হাসপাতাল গেট সংলগ্ন খন্দকার ফার্মেসির প্রপাইটর সেলিম মাহমুদ সাপেল জানান- দীর্ঘদিন হল এই জনগুরুত্বপূর্ণ রাস্তার বেহাল অবস্থা। এই রাস্তার কোনো সৎগতি হচ্ছে না। এতে করে পথচারীসহ সিভিল সার্জন অফিস ও হাসপাতালে আসা এমার্জেন্সি রোগীদের চলাচলে বিঘ্ন ঘটছে। দ্রুত এই রাস্তা সংস্কারের জন্য পৌর কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
গাইবান্ধা সিভিল সার্জন ডাঃ আঃ মঃ আখতারুজ্জামান জানান- গাইবান্ধা সদর হাসপাতাল রোডের রাস্তার অবস্থা করুন। বর্ষা মওসুমে এ রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এই সড়কে ড্রেন নির্মানের জন্য রাস্তাটি সংস্কারের জন্য পৌর মেয়র মতলুবর রহমানকে একাধিকবার বললেও তিনি এ বিষয়ে কোনো কর্নপাত করেনি।
বিডি গাইবান্ধা/