সুন্দরগজ্ঞ উপজেলাধীন বেলকা মনিকা বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোছাঃ শেফালী বেগম(ডাঃ আব্দুর রহমান এর স্ত্রী, সাবেক ভিপি গোলাম মোস্তফা আহমেদ বাবুল ও চেয়ারম্যান গোলাম কবির মুকুল্,চেয়ারম্যান, দহবন্দ ইউনিয়ন পরিষদ এর ছোট বোন) দীর্ঘদিন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে ২৩.০৫.২০২১ ইং বিকাল ৫ ঘটিকায় রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্হায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৫ বছর। তিনি তার স্বামী ২( দুই) ছেলে ও ১( এক) মেয়ে রেখে পৃথিবীর মায়া ত্যাগ করে পরপারে চলে যান। শেফালী বেগমের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সকলেই তার আত্মার মাগফেেরাত কামনা ও শোকাহত পরিবাবের প্রতি সমবেদনা জানান। তার জানাজা নামাজ ২৪.০৫.২০২১ ইং বাদ জোহর অনুষ্ঠিত হবে।
বিডি গাইবান্ধা /উপ সম্পাদক মোঃ সাখাওয়াৎ হোসেন সরকার(মিলন)