মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ইদ্রাকপুর উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত তিন তলা বিশিষ্ট অত্যাধুনিক একাডেমিক ভবন ও বন্যা আশ্রয় কেন্দ্রের উদ্ধোধন করেছেন।
রবিবার (২৩ মে) দুপুর ১২টার দিকে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে বনগ্রাম ইউনিয়নের ইদ্রাকপুরে অবস্থিত একাডেমিক ভবন ও আশ্রয় কেন্দ্রটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সাদুল্লাপুরবাসীর পক্ষ ছালাম ও কৃতজ্ঞতা জানান সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নবীনেওয়াজ। এসময় প্রধানমন্ত্রী উপস্থিত সুবিধাভোগী শান্তনা বেগমের সঙ্গে কথা বলেন।
স্বাস্থবিধি মেনে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে অংশ নেয় জাতীয় সংসদের ডেপুটি স্পীকার এড. ফজলে রাব্বী মিয়া এমপি ও গাইবান্ধা-৩ আসনের এমপি ও জাতীয় কৃষক লীগের সাধারণ সম্পাদক এড. উম্মে কুলসুম স্মৃতি। এছাড়া অনুষ্ঠানে রংপুর বিভাগীয় কমিশনার, জেলা-উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা অংশ নেয়।
জানা গেছে, ইদ্রাকপুর উচ্চ বিদ্যালয়ে নির্মিত আধুনিক সুযোগ-সুবিধার একাডেমি ভবনটি শিক্ষার্থীরা বিদ্যালয়ের ভবন হিসেবেই ব্যবহার করবে। এতে বিদ্যালয়ের সার্বিক শিক্ষার বৈপ্লবিক পরিবর্তন ঘটবে। একই সঙ্গে ভবনটিতে বন্যাসহ যে কোন দুর্যোগে কমপক্ষে ৪০০ শতাধিক মানুষ আশ্রয় নিতে পারবে। বিশুদ্ধ পানি, পয়ঃনিস্কাশন ও নানা সুযোগ-সুবিধার ভবনটির পাশাপাশি নির্মিত হয়েছে বড় আকারের একটি শেড। যেখানে শতাধিকের বেশি গবাদি পশও আশ্রয় নিতে পারবে।
এদিকে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারান্সে ইদ্রাকপুর উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন ও আশ্রায় কেন্দ্রের উদ্বোধন বাংলাদেশের ইতিহাসে উল্লেখযোগ্য মাইলফলক হয়ে থাকবে বলে মনে করেন সাদুল্লাপুরবাসী। একই সঙ্গে সুশিক্ষা নিশ্চিতের পাশাপাশি দুর্যোগে মানুষের জানমাল রক্ষায় নির্মিত ভবনটি আশ্রয়স্থল হওয়ার খবরে খুশি এলাকার সাধারণ মানুষ।
প্রসঙ্গত : আশ্রয় কেন্দ্র নির্মাণ (৩ য় পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে ইদ্রাকপুর উচ্চ বিদ্যালয়ের একাডেমি ভবন ও বন্যা আশ্রয় কেন্দ্রটি নির্মাণ করা হয়। এটি নির্মাণে বরাদ্দ ধরা হয়েছে ৩ কোটি ১৬ লক্ষ ৪৩ হাজার ৭ শত ৬৮ টাকা। এরআগে, ২০১৯ সালের ২৬ ডিসেম্বর ভবনটি নির্মাণ কাজের উদ্ধোধন হয়। নির্মাণ কাজের উদ্ধোধন করেন সাদুল্লাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ শাহারিয়া খান বিপ্লব ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নবীনেওয়াজ।
বিডি গাইবান্ধা ডট নিউজ /সম্পাদক