গাইবান্ধা সদর উপজেলার তুলসীঘাট নদী রক্ষা উন্নয়ন কমিটি গঠন করা হয়েছে। ২১ মে সন্ধ্যা ৭ ঘটিকায় তুলসীঘাট শেখ রাসেল মিনি স্টেডিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সনজিত কুমার সাহার সভাপতিত্বে বক্তব্য রাখেন এ্যাড, রেজওয়ান সরকার, সাংবাদিক মোঃ হারুন অর রশিদ হারুন, আওয়ামী লীগ নেতা আবু ইউসুফ রাসেল, ব্যবসায়ী মাহবুবুর রহমান, সাইফুল ইসলাম মেম্বার, রাজা মিয়া মেম্বার, গোলাপ হোসেন মেম্বার, নুর মোহাম্মদ প্রিন্স, রুবেল মন্ডল, মহিবুল মন্ডল, সাহিন সরকার,নুর মহল সরকার লিটন, লাকু মিয়া প্রমুখ।
আলোচনা শেষে ৪ সদস্যের উপদেষ্টা ও আহবায়ক কমিটি গঠন করা হয়। উপদেষ্টা কমিটির সদস্যরা হলেন বল্লমঝাড় ইউপি চেয়ারম্যান মোঃ জাহিদুল ইসলাম ঝন্টু, সাহাপাড়া ইউপি চেয়ারম্যান মোঃ গোলাম মওলা, বল্লমঝাড় ইউপি সাবেক চেয়ারম্যান আলহাজ্ব এমারুল ইসলাম সাবিন, সাহাপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড, রেজওয়ান সরকার। আহবায়ক কমিটির আহবায়ক সাংবাদিক হারুন অর রশিদ হারুন, যুগ্ন আহবায়ক সাইফুল ইসলাম মেম্বার , মোঃ রাজা মিয়া মেম্বার, মাহবুবুর রহমান, নুর মোহাম্মদ প্রিন্স। এই আহবায়ক কমিটিকে আগামী তিন মাসের মধ্যে কার্যনির্বাহী কমিটি গঠন করার জন্য দায়িত্ব অর্পণ করা হয়।