আবারো দক্ষতার সাথে কর্তব্যপালনে বিশেষ অবদানের জন্য রংপুর রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এপ্রিল মাসের শ্রেষ্ঠ থানার অফিসার হিসেবে পুরস্কার লাভ করলেন গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ এ কে এম মেহেদী হাসান।
গোবিন্দগঞ্জ থানাসহ এর আগে বিভিন্ন কর্মস্থলে দায়িত্বপালনকালে তিনি সপ্তমবারের ন্যায় এ পুরস্কার অর্জন করলেন।
২৩ মে রবিবার সকাল ১০টায় রংপুর রেঞ্জের ৮ জেলার পুলিশ সুপারদের ভার্চ্যুয়ালি সেমিনার অনু্ষ্ঠিত হয়। সেমিনারে সভাপতিত্ব করেন রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য। এসময় রেঞ্জের ৮টি জেলার পুলিশ সুপাররা ৬১টি থানার গত এপ্রিল মাসের কৃতিত্বপূর্ণ কর্মকাণ্ড পর্যালোচনা শেষে অফিসার ইনচার্জ হিসেবে গোবিন্দগঞ্জ থানায় কর্মরত এ কে এম মেহেদী হাসানের নাম ঘোষণা করা হয়।
এছাড়া শ্রেষ্ঠ এসআই হিসেবে একই থানার এসআই আকতার হোসেন নির্বাচিত হন। তাদের পক্ষে পুরস্কার গ্রহণ করেন গাইবান্ধা জেলা পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম।
ভার্চ্যুয়ালি সেমিনার চলাকালে উপস্থিত ছিলেন গাইবান্ধা অতিরিক্ত পুলিশ সুপার রাহাত গাওহরী, অতিরিক্ত পুলিশ সুপার হেডকোয়ার্টার আবু খায়ের সহ অনেকে।
প্রসঙ্গত, অফিসার ইনচার্জের দায়িত্বে থেকে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়ে তিনি এর আগেও পুরস্কার অর্জন করেন। এর মধ্যে ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ হিসেবে ২০১৪ সালের সেপ্টেম্বর,গাইবান্ধা সদর থানায় ২০১৬ সালের মে, গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ হিসেবে ২০১৮ সালের অক্টোবর ও ডিসেম্বর, ২০১৯ সালের আগস্ট, ২০২০ সালের মে এবং চলতি বছরের এপ্রিল মাসের ঘোষিত শ্রেষ্ঠ ওসির পুরস্কার পেলেন।
বিডি গাইবান্ধা/