মুক্ত গণমাধ্যম চাই, সাংবাদিকদের বৃহত্তর ঐক্য চাই, অফিসিয়াল সিক্রেসি এ্যাক্ট বাতিল কর- করতে হবে। সাংবাদিকদের হয়রানী বন্ধ করতে হবে।” এই প্রতিপাদ্যে প্রথম আলোর সিনিয়র সাংবাদিক ও খ্যাতি সম্পন্ন অনুসন্ধানী সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি, হেনস্থাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে গাইবান্ধা শহরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত।
সাংবাদিক কল্যান পরিষদ ও সাপ্তাহিক গনপ্রহরী পত্রিকা পরিবার এর আয়োজনে রবিবার সকালে গাইবান্ধা শহরের আসাদুজ্জামান মার্কেটের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ বক্তব্য রাখেন- সাপ্তাহিক গনপ্রহরী পত্রিকার সম্পাদক বীরমুক্তিযোদ্ধা এস,কে মজিদ মুকুল, সাংবাদিক কল্যান পরিষদ সদস্য ও যুগান্তর পত্রিকার গাইবান্ধা জেলা প্রতিনিধি গোবিন্দ লাল দাস, দৈনিক জনকণ্ঠের গাইবান্ধা প্রতিনিধি আবু জাফর সাবু, কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য আমিনুল ইসলাম গোলাপ,কমিউনিস্ট পার্টির গাইবান্ধা সভাপতি মিহির ঘোষ, জেলা বারের সাধারণ সম্পাদক এ্যাডঃ সিরাজুল ইসলাম বাবু, ৭১ টিভির প্রতিনিধি শামীম আল সাম্য।
এতে উপস্থিত ছিলেন- উদীচি সভাপতি জহুরুল কাইয়ুম, সাংবাদিক কাজী ফকু, জাহাঙ্গীর কবির তনু, কালের কন্ঠের প্রতিনিধি অমিতাভ দাস হিমুন, বাংলাদেশ প্রতিদিন পত্রিকার প্রতিনিধি গৌতমাষিস গুহ সরকার, মাছরাঙা টিভির প্রতিনিধি সিদ্দিক আলম দয়াল, দৈনিক প্রথম আলোর প্রতিনিধি শাহাবুল শাহীন তোতা, মাধুকর পত্রিকার বার্তা সম্পাদক উজ্জ্বল চক্রবর্তী, দৈনিক নতুন দিন প্রতিনিধি সঞ্জয় সাহা, মাতৃছায়া প্রতিনিধি ফসাল জনি, বৈশাখি টিভির প্রতিনিধি এস,এম বিপ্লব ইসলাম, এস,এ টিভির প্রতিনিধি কায়ছার প্লাবন, নিউজ টুয়েন্টি ফোর প্রতিনিধি সাইফুল ইসলাম প্রিন্স, একুশে টিভির প্রতিনিধি আফরোজা লুনা, ডিবিসির প্রতিনিধি রিক্তু প্রসাদ, যায়যায়দিন পত্রিকার প্রতিনিধি সফিউল ইসলাম,বাংলা টিভির প্রতিনিধি জাহিদ খন্দকার, বাংলাদেশ মানবাধিকার কমিশন সদর উপজেলা শাখার সভাপতি সালাউদ্দিন কাশেম, সিএনএন টিভির প্রতিনিধি ফারহান শেখ, খবরপত্র প্রতিনিধি আমিনুর ইসলাম, সাপ্তাহিক গাইবান্ধার বুক সম্পাদক শামসুজ্জোহা, সাংবাদিক রানা আহমেদ সহ অনেকে।
বক্তারা তাদের বক্তব্যে- অফিসিয়াল সিক্রেসি এ্যাক্ট বাতিল কর- করতে হবে। সাংবাদিকদের হয়রানী বন্ধ করতে হবে। প্রথম আলোর সিনিয়র ও খ্যাতি সম্পন্ন অনুসন্ধানী সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি, হেনস্থাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং মামলা প্রত্যাহারের দাবি সহ বিচার বিভাগীয় তদন্তের দাবী জানান।
বিডি গাইবান্ধা/