জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তাকারীদের বিচার এবং তাঁর নিঃশর্ত মুক্তির দাবিতে মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে গাইবান্ধার সাদুল্লাপুর প্রেসক্লাবের সাংবাদিকরা।
আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কের ধাপেরহাট বাসস্ট্যান্ড এলাকায় মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে সাদুল্লাপুর প্রেসক্লাব।
আয়োজিত প্রতিবাদ সমাবেশে সাদুল্লাপুর প্রেসক্লাবের সাংবাদিক ছাড়াও পীরগঞ্জ উপজেলা এবং গাইবান্ধা জেলার কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেয়। এছাড়া কর্মসূচিতে সংহতি জানিয়ে অংশ নেয় রাজনৈতিক-সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
ঘণ্টাব্যাপী মানববন্ধন ও সমাবেশে বক্তারা বলেন, সাংবাদিক রোজিনার উপর আক্রমণ গণমাধ্যমের স্বাধীনতার উপরই হস্তক্ষেপ। চুরির অভিযোগে মামলা দিয়ে রোজিনাকে যাঁরা হয়রানি, লাঞ্ছিত ও হেনস্তা করেছেন, তাঁদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। একই সঙ্গে অনতিবিলম্বে সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তিসহ ‘বির্তকিত অফিসিয়াল সিক্রেসি অ্যাক্ট ১৯২৩’ বাতিলের দাবিও জানান বক্তারা।
সাদুল্লাপুর প্রেসক্লাবের সভাপতি শাহজাহান সোহেলের সভাপতিত্বে ও অর্থ সম্পাদক মোম্তাফিজার রহমান ফারুকের সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য দেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান পলাশ, সহ-সাধারণ সম্পাদক তোফায়েল হোসেন জাকির, সদস্য আমিনুল ইসলাম, সাংবাদিক লাভলু প্রামাণিক, জালাল উদ্দিন ও প্রথম আলোর গাইবান্ধা প্রতিনিধি শাহাবুল শাহীন তোতা।
এছাড়া এসময় প্রভাষক, কবি ও সাহিত্যিক লুৎফর রহমান সাজু, শিক্ষক, সাহিত্যিক রফিকুল ইসলাম ও পীরগঞ্জ উপজেলার কর্মরত সাংবাদিক আব্দুল করীম প্রধান বক্তব্য রাখেন।
বিডি গাইবান্ধা ডট নিউজ /সম্পাদক