গাইবান্ধা জেলার পলাশবাড়ী পৌরসভার উদ্যোগে করোনা কালে জনসচেতনতা সৃষ্টির লক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে সুরক্ষা সামগ্রী মাস্ক,সাবান ও হান্ডস্যানিটাইজার বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন ও প্রধান অতিথির বক্তব্যে রাখেন বাংলাদেশ কৃষকলীগের সাধারণ সম্পাদক ও গাইবান্ধা ৩ পলাশবাড়ী সাদুল্লাপুর আসনের মাননীয় সংসদ সদস্য এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি এমপি।
এসময় তিনি সর্বস্তরের জনসাধারণের উদ্দেশ্যে বলেন,করোনা ভাইরাস কোভিড ১৯ গোটা বিশে^ হানা দিয়েছে। আজ এই ভাইরাস হতে রক্ষায় সবচেয়ে বেশী প্রয়োজন স্বাস্থ্য বিধি মেনে চলা। স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে প্রতিটি মানুষ কে, করোনার ভয়াভয়তা হতে নিজেকে ও পরিবারকে রক্ষায় সকলকে সচেতন হতে হবে। করোনা মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে শুরু হতে সারাদেশ জুড়ে করোনার সুরক্ষা সামগ্রী বিতরণ করা হচ্ছে এবং করোনা ভাইরাস প্রতিরোধে সঠিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিটি জনগণের উচিৎ স্বাস্থ্য বিধি মেনে চলাচল করা । আসুন সচেতন হোন নিজে বাচুন অপর কেও নিরাপদ জীবন যাপনের সুযোগ দিন।
আজ ২২ মে শনিবার পলাশবাড়ী পৌর শহরের পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক জননেতা গোলাম সরোয়ার প্রধান বিপ্লবের নেতৃত্বে এসব সুরক্ষা সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ কৃষকলীগের সাধারণ সম্পাদক ও গাইবান্ধা ৩ পলাশবাড়ী সাদুল্লাপুর আসনের মাননীয় সংসদ সদস্য এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি এমপি ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম,কুষি বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম,শ্রম বিষয়ক সম্পাদক রেজানুর রহমান ডিপটি,উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম পাপুল,পৌর প্যানেল মেয়র আব্দুস সোবাহান বিচ্চু,প্যানেল মেয়র ২ আসাদুজ্জামান শেখ ফরিদ,প্যানেল মেয়র শাহিনুর আক্তার,কাউন্সিলর মাসুদ করিম,মাহমুদুল হাসান ,মতিয়ার রহমান,লিটন মিয়া,মঞ্জুরুল তালুকদার,রবিউল ইসলাম সুমন,আজাদুল ইসলাম,শিরিন আক্তার,সাজেদা বেগম,পৌর প্রকৌশলী সাজ্জাদ হোসেন,পৌর কর্মকর্তা কাজল মিয়াসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।