গাইবান্ধা শহরের দশানীর পশ্চিম কোমরনই মৃত ফজর উদ্দিন এর পুত্র এমদাদুল হকের তপশীল বর্ণিত জমি জবর দখল, মারপিঠ ও টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে তার বড় ভাই মোজাম্মেল হক গংদের বিরুদ্ধে।
এজাহার সূত্রে জানা গেছে-গাইবান্ধা পৌরসভার দশানীর পশ্চিম কোমরনই এলাকার মৃত ফজর উদ্দিন এর পুত্র এমদাদুল হকের গাইবান্ধা-দাড়িয়াপুর রাস্তার অটো রাইচ মিল সংলগ্ন তপশীল বর্ণিত জমি পূর্ব কোমরনই ১৬৬ দাগের ১০১ জে এল এর ৪০ শতাংশ জমি এমদাদুল হকের পিতা মৃত ফজর উদ্দিন আরেক পুত্র মোজাম্মেল হক, তার স্ত্রী মোছাঃ পিংকী বেগম ও তাদের পুত্র সিয়াম সরকার ও ওমর- এমদাদুল হকের উক্ত জমি জবর দখল করার পায়তারা করে আসছিল। পরে চলতি সালের গত ২১ মে ইং তারিখ সকাল ৯ টায় উক্ত বিবাদীরা লাঠি, লোহার রড, ইট, সিমেন্ট, বালি লেবার মিস্ত্রি সহ বাদীর জমিতে অনধিকার প্রবেশ করে বিল্ডিং ঘর নির্মাণ কাজ শুরু করে। তখন বাদী এমদাদুল হক এগিয়ে গিয়ে বাধা দিলে মোজাম্মেল হক এমদাদুলকে মারার হুমকি দেয় এবং বিবাদীরা এমদাদুলকে মেরে শরীরের বিভিন্ন জায়গায় জখম করে। মোজাম্মেল পুত্র সিয়াম সরকার লাঠি দিয়ে ডান পায়ের হাটুর নিচে পিছন অংশে আঘাত করে গুরুতর হাড় ভাঙ্গা যখম করে। সে সাথে মোজাম্মেল বুকের উপর বসে হাত দিয়ে গলাচেপে ধরে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে। সে সময় মোজাম্মেল স্ত্রী মোছাঃ পিংকী বেগম বাদীর পকেটে থাকা ২০হাজার ৫শ টাকা বের করে নেয়। পরে এলাকার লোকজন এগিয়ে আসলে বিবাদীরা খুন জখমের ভয়ভীতি দেখিয়ে চলে যায়। পরে ঘটনার সাক্ষী আতিকুর রহমানক বাদী এমদাদুল হক কে চিকিৎসার জন্য সদর হাসপাতালে ভর্তি করে।
এবিষয়ে জমির মালিক এমদাদুল হক তদন্ত করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
বিডি গাইবান্ধা/