সুন্দরগঞ্জ উপজেলার শান্তিরামে খাবার পানিতে নেশাদ্রব্য মিশিয়ে ৩ জনকে অবচেতন করার খবর পাওয়া গেছে।
উপজেলার ১০ নং শান্তিরাম ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের পূর্ব শান্তিরাম গ্রামের বাসিন্দা শাহ মোঃ মোস্তাফিজুর রহমান রনজু,তার স্ত্রী ও মেয়ে সহ তিনজন ২০ তারিখ সকাল ১০ টা থেকে অবচেতন অবস্থায় ছটপট করছে।
বিষয়টি জনমনে আতঙ্কের সৃষ্টি করেছে। গ্রামবাসী অনুমান করছেন কে বা কাহারা পানির টেংকীর ভিতরে চেতনানাশক, নেতাজাতীয় দ্রব্য মিশিয়ে দিয়েছিল। ঐ টেংকীর পানি পান করার ফলে একই পরিবারের তিনজন গুরুতর অসুস্থ হয়েছে। একটা পর্যায়ে টেংকীর মুখও খোলা অবস্থায় পাওয়া যায়। বিষয়টি বিডি গাইবান্ধা ডট নিউজের প্রতিবেদকের নজরে আসলে ঐ ব্যক্তির বাসায় উপস্থিত হয়ে অসুস্থ অবস্থায় রনজু, তার স্ত্রী ও মেয়েকে দেখতে পায়। অসুস্হ রনজুর পরিবারের সদস্যদেরকে দেখাশুনার কথা বলে এবং ঘটনাটির সত্যতা প্রমাণ করার জন্য পানি পরীক্ষা করার নির্দেশ দেন।
বিডি গাইবান্ধা/উপ সম্পাদক /মোঃ সাখাওয়াৎ হোসেন সরকার(মিলন)