প্রথম আলোর জ্যৈষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামের উপর নির্যাতন ও ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার প্রতিবাদে দেশব্যাপী মানববন্ধন ও সমাবেশ এর অংশ হিসেবে গাইবান্ধায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ গাইবান্ধা জেলা শাখার আয়োজনে বৃহস্পতিবার সকাল থেকে ঘন্টা ব্যাপী মানববন্ধন ও সমাবেশে গাইবান্ধা অনলাইন প্রেসক্লাব সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন- দৈনিক মাধুকর পত্রিকার বার্তা সম্পাদক উজ্জ্বল চক্রবর্তী, প্রথম আলোর গাইবান্ধা প্রতিনিধি শাহাবুল শাহীন তোতা, দেশের ডাক পত্রিকার সহকারী সম্পাদক নেয়ামুল আহসান পামেল, পরিবর্তন টিভির সম্পাদক বিমল কুমার, বিএমএসএফ গাইবান্ধা জেলা সভাপতি খালেদ হোসেন, পলাশবাড়ী উপজেলা সভাপতি সিরাজুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক জাভেদ হোসেন, সাপ্তাহিক পলাশবাড়ী পত্রিকার সম্পাদক উত্তম কর্মকার, দৈনিক নতুন দিন পত্রিকার গাইবান্ধা জেলা প্রতিনিধি সঞ্জয় সাহা, বৈশাখি টিভির প্রতিনিধি এস,এম বিপ্লব ইসলাম, এস,এ টিভির প্রতিনিধি কায়ছার প্লাবন, বাংলাদেশ মানবাধিকার কমিশন সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ফারহান শেখ, দৈনিক দিনকাল প্রতিনিধি আমিরুল ইসলাম কবির, দৈনিক খবরপত্র প্রতিনিধি আমিনুর রহমান, অনলাইন প্রেসক্লাব গাইবান্ধার সভাপতি আসাদুজ্জামান মিলন, দৈনিক লাখোকন্ঠের প্রতিনিধি নাতুল নাইস, সাংবাদিক সালাম আশেকী সহ অনেকে।
বক্তারা সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি দাবী এবং তার উপর নির্যাতন ও ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার প্রতিবাদ জানান। সে সাথে স্বাস্থ্য অধিদপ্তরের অনিয়ম দূর্নীতিকারী সভিব উপসচিব এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রধানমন্ত্রীর সু-দৃষ্টি কামনা করেছেন।
বিডি গাইবান্ধা/