ফিলিস্তিনের উপর ঈসরায়েলী আগ্রাসনের প্রতিবাদ, সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বাসদ মার্কসবাদী গাইবান্ধা জেলার উদ্যোগে বেলা বুধবার ১২টায় অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন বাসদ মার্কসবাদী গাইবান্ধা জেলার আহবায়ক কমরেড আহসানুল হাবীব সাঈদ, সদস্য গোলাম সাদেক লেবু, কাজী আবু রাহেন শফিউল্ল্যাহ, নিলুফার ইয়াসমিন শিল্পী প্রমুখ।
বক্তারা বলেন- মার্কিন সাম্রাজ্যবাদের মদদপুস্ট ইসরাঈল প্যালেস্টাইনের ভুমি জবরদস্তিমুলক দখল করে চলছে।একতরফা ভাবে সকল আন্তর্জাতিক রীতিনীতি লংঘন করে প্যালেস্টাইনের উপর বর্বরোচিত হামলার শিকার হচ্ছে নারী – শিশু সহ অগুনতি মানুষ। যা গনতন্ত্রমনা মানুষের জন্য কাম্য নয়। এই আগ্রাসী হামলার বিরুদ্ধে জাতিসংঘসহ বিশ্বসম্প্রদায়ের কার্যকর ব্যবস্থা নেওয়ার কথা থাকলেও আজকে তারা সাম্রাজ্যবাদের পদলেহন করছে। তাই দেশে দেশে বাম গনতান্ত্রিক শক্তি গড়ে তোলে সাম্রাজ্যবাদ -পুঁজিবাদ -ফ্যাসীবাদ বিরুদ্ধে গণআন্দোলন গড়ে আহবান জানান। সেই সাথে প্রথম আলোর জৈষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি – ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করা সহ স্বাস্থ্য খাতের দূর্নীতি শ্বেতপত্র প্রকাশ করার দাবী জানান ।
বিডি গাইবান্ধা/