গাইবান্ধা জেলার পলাশবাড়ী পৌর শহরের জামালপুর গ্রামে আব্দুস সামাদ সরকারের ভাড়া দেওয়া বাসার বারান্দা হতে ভাড়াটিয়া সৈকত মিয়া (৩২) নামে শাররিক প্রতিবন্ধি এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পলাশবাড়ী থানা পুলিশ।
নিহত যুবক সৈকত মিয়া (৩২) সাদুল্লাপুর উপজেলার যোগীপাড়া গ্রামের মিজানুর রহমান নুরু মিয়ার ছেলে। সে শাররিক প্রতিবন্ধি ছিলো।
ঘটনাটি ঘটেছে রবিবার দিন শেষে রাত প্রায় সাড়ে তিন ঘটিকার সময়। এরপর বাসা মালিকের দেওয়া তথ্যের ভিক্তিতে ১৭ মে সকাল সাড়ে ৭ ঘটিকার সময় পলাশবাড়ী থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঝুলান্ত মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। উক্ত ঘটনার দায়িরত্ব থানার এসআ ইউসুফ হোসেন জানান,মরদেহ উদ্ধার করে গাইবান্ধা সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা প্রস্তুতি চলছে। এ ঘটনায় পরিবারের অভিযোগের ভিক্তিতে ইডি মামলা দায়ের হয়েছে। তিনি আরো বলেন,ময়না তদন্ত শেষে জানা যাবে হত্যা না আত্মহত্যা। তদন্ত রিপোর্ট পেলে নেওয়া হবে আইনগত পরবর্তী ব্যবস্থা ।