গাইবান্ধার পলাশবাড়ীতে ১৬ মে রবিবার সন্ধ্যায় পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ মাসুদুর রহমানের নেতৃত্বে সাব-ইন্সপেক্টর মোঃ জসীম উদ্দীন,এএসআই রাম চন্দ্র প্রামানিক সঙ্গীয় ফোর্সসহ মোবাইল ও চেকিং ডিউটি চলাকালে দিনাজপুর হতে ঢাকাগামী সেলফি এন্টার প্রাইজ যাত্রীবাহী বাসে তল্লাশী চালালে মোছাঃ সুমি আক্তার( ২৪) কে ৩৯ (উনচল্লিশ)বোতল ভারতীয় অবৈধ ফেন্সিডিলসহ পলাশবাড়ী পৌরসভার মহেশপুর মৌজাস্থ রাঙ্গামাটি বান্দের মাথা নামক স্থান হতে হাতে নাতে আটক করেছেন।
সুমি রংপুরের মিঠাপুকুর উপজেলার খোড়াগাছ গ্রামের পশ্চিম পাড়ার মৃত আব্দুর রশিদের মেয়ে।
আসামীর বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে বলে জানা গেছে ।