গাইবান্ধার পলাশবাড়ীতে এসএম পাইলট জিরো টু ফাউন্ডেশনের উদ্যোগে ‘সুদৃঢ় হোক বন্ধুত্বের বন্ধন, জিতে যাক মানবতা’ স্লোগানে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
১৫ মে শনিবার দুপুরে পৌর শহরের পলাশবাড়ী এস.এম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এ পুণর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক সুশীল চন্দ্র।
প্রধান অতিথির বক্তব্যে তিনি ফাউন্ডেশনের অনুষ্ঠান আয়োজক কমিটির সদস্য ও তাদের কর্মযজ্ঞের বিভিন্ন দিকের ভূয়সী প্রশংসা করে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।
আগত সকল সদস্যদের বক্তব্যে ফাউন্ডেশনের লক্ষ ও উদ্দেশ্য সমূহ প্রতীয়মান হয়। পরবর্তী কর্মপন্থা নিয়ে বিশদ আলোচনা হয়। বিভিন্ন জনহিতকর কার্যে এই সংগঠন কাজ করবে বলে আয়োজক কমিটি জানায়। তারা আরো জানায় ফাউন্ডেশন ভুক্ত সদস্যদের সার্বিক সমস্যায় সকলকে পাশে দাড়াতে অনুরোধ করেন। একতাবদ্ধ জিরো টু ফাউন্ডেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়ে সবাই একমত পোষণ করেন।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আক্তারুজ্জামান সোহাগ, সাখাওয়াতজ্জামান মানিক, তামিম মুক্তাদির ও আব্দুল্লাহ আল রাজিব (ইয়েন) প্রমুখ।
অনুষ্ঠানের সার্বিক সঞ্চালক ছিলেন রায়হান কবির (বুলেট)।
এ ছাড়াও জিরো টু ব্যাচের প্রায় পঞ্চাশ জন সদস্য উপস্থিত ছিলেন। সবাই তাদের পরিচয় ও কর্মস্থল পরিচিতি সভায় তুলে ধরেন। সবার নিজ নিজ মন্তব্য পেশ করেন। সুদীর্ঘ প্রায় ১৯ বছর পর সবাই একসাথে হতে পেয়ে আবেগাপ্লুত হয়ে ওঠেন। সবাই সবার ভালমন্দ খোঁজ খবর নেন। আগামী ঈদুল আযহায় আবারও ঈদ পুণর্মিলনী অনুষ্ঠানের ডাক দেন আয়োজক কমিটি। দুপুরের লাঞ্চের মধ্য দিয়ে উক্ত অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
প্রসঙ্গত, ফাউন্ডেশনের ১০ সদস্যের আয়োজক কমিটির মধ্যে উপস্থিত ছিলেন মিঠুন কুমার দেবনাথ, জাকিরুল ইসলাম মাথিন, আব্দুল্লা আল রাজীব (ইয়েন), রবিউল আলম (রবি), কামরুল অপূর্ব, রাসেল, সোহেল, রেজাউল করিম, সাদেকুল ইসলাম সবুজ ও আল কাদরি কিবরি সবুজ।
বিডি গাইবান্ধা/