প্লাস্টিকের চটের বিছানা
যাদের ঘুমানোর সম্বল খানা
শিরোনামে গত ১১/৫/২১ ইং বিভিন্ন মিডিয়ায় সংবাদ প্রকাশ হলে অনেকে এগিয়ে এসেছেন সেই অসুস্থ দম্পতি এজবার ও হেলেনা সাহায্যের জন্য।
গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান ও গাইবান্ধা জেলার সাবেক শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান এবং গাইবান্ধা জেলার চেয়ারম্যান এসোসিয়েশনের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ শহিদুল ইসলাম শিপন ১৩/৫/২১ইং বিকাল তিনটায় ধাপেরহাট ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের অসুস্থ এজবার ও হেলেনা দম্পতির বাড়ি ছুটে যান।
সাবেক চেয়ারম্যান শিপন এই অসুস্থ দম্পতির থাকার জন্য একটি চৌকি,চাল,ডাল,মাংস,সেমাই,চিনি সহ ঈদ উপহার সামগ্রী তুলে দেন এজবার দম্পতির হাতে।
সাবেক চেয়ারম্যান শিপন জানায় আমি সংবাদ মাধ্যমে জানতে পারি এই অসুস্থ দম্পতির খবর।যখনই আমার নজরে এমন খবর এসেছে তৎক্ষনাৎ আমি ছুটে এসেছি।
তিনি বলেন আমি সারাজীবন মানুষের কল্যানে কাজ করেছি আর বাকী জীবনটা যেন এ ভাবে মানুষের পাশে দাড়াতে পারি ইনশাআল্লাহ।
সাবেক চেয়ারম্যান আরো জানান ধাপেরহাট ইউনিয়নের প্রত্যেকটা মানুষ আমার আপনজন।অসুস্থ দম্পতির ছেলে হেলাল মিয়াকে বলেন তোমার বাবার অসুখ কেমন হয় আমাকে জানাবে, যতটুকু পারি সহযোগিতা করার চেষ্টা করব। তিনি এজবার দম্পতির সার্বিক খোঁজ খবর নেন।
এমন একজন মহৎ মানুষকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে অসুস্থ এজবার মিয়া সাবেক চেয়ারম্যানকে জড়িয়ে ধরেন।তার মাথায় হাত বুলিয়ে দোয়া করেন।
এজবারের স্ত্রী হেলেনা বেগম বলেন শিপন চেয়ারম্যান আজ আমাদের থাকার ও খাবার ব্যবস্হা করে দিল এ জন্য আমরা অনেক খুশি।
হেলেনা বলেন আল্লাহ পাক যেন শিপন চেয়ারম্যানকে সুস্থ আর ভালো রাখে।
এ সময় আরো উপস্থিত ছিলেন মাসুদার রহমান মাসুদ, মিজানুর রহমান মিজান, নুর আলম মন্ডল, মোস্তফা কামাল, আব্দুর রাজ্জাক, সাংবাদিক সাগর সহ এলাকার গন্যমাণ্য ব্যক্তিবর্গ।