করনায় বেকার বসে থাকা ১শ জন কিন্ডারগার্টেন শিক্ষককে ঈদ উপহার স্বরুপ আর্থিক সহায়তা প্রদান করলেন গাইবান্ধা জেলা প্রশাসক মোঃ আব্দুল মতিন।
প্রকাশঃ গত এক বছরের বেশি সময় ধরে মহামারী করনা ভাইরাসের কারনে চলছে লকডাউন। এতে শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি বন্ধ রয়েছে বিভিন্ন কিন্ডারগার্টেন স্কুল। করনা ভাইরাসের কারনে পাঠদান বন্ধ থাকায় শিক্ষার্থীদের বেতনের উপর নির্ভরশীল শিক্ষকরা বেতন না পাওয়ায় মানবেতর জীবনযাপন করছেন। আগামীকাল ১৪ মে পবিত্র ঈদ উল ফিতর। অনেকের হয়তো সেমাই চিনি খাওয়ার টাকা নেই। তাদের কথা চিন্তা করে গাইবান্ধা জেলা প্রশাসক মোঃ আব্দুল মতিন ঈদের আগের শেষ কর্মদিবসে সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সদর উপজেলার ১শ জন কিন্ডারগার্টেন শিক্ষকদের মাঝে ৫শ টাকা করে ঈদ উপহার বিতরণ করেছেন।
সে সাথে তাদেরকে স্বাস্থ্যবিধি মেনে চলা সহ মাস্ক পরিধান করার নির্দেশনা প্রদান করেন। ঈদ উপহার পেয়ে শিক্ষকরা জেলা প্রশাসককে ধন্যবাদ জ্ঞাপন করেন।
এ সময় উপস্থিত ছিলেন- গাইবান্ধা জেলা প্রশাসন কার্যালয়ের এনডিসি এস এম ফয়েজ উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুর রাফিউল আলম, ডিবিসি টেলিভিশন প্রতিনিধি রিক্তু প্রসাদ, দৈনিক নতুন দিন পত্রিকার জেলা প্রতিনিধি সঞ্জয় সাহা, বাংলাভিশন চ্যানেলের প্রতিনিধি ফিরোজ কবির মিলন, গাইবান্ধা কিন্ডারগার্টেন পরিষদ সভাপতি সহ শিক্ষকরা।
উল্লেখ্য, লকডাউনে বসে থাকা কর্মহীন কুলি, বাস শ্রমিক সহ বিভিন্ন অসহায় মানুষদের মাঝে এর আগেও গাইবান্ধা জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক মোঃ আব্দুল মতিন ঈদ উপহার সামগ্রী সহ প্রধানমন্ত্রীর দেয়া ত্রান বিতরণ করেছেন।
বিডি গাইবান্ধা/