বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সমগ্র বাংলাদেশে আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে অসহায় ও দুস্থ আনসার-ভিডিপি সদস্য-সদস্যাদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচী গ্রহণ করেছে। মহাপরিচালক মহোদয়, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এর নির্দেশনায় এবং পরিচালক, রংপুর রেঞ্জ, রংপুর এর সার্বিক তত্ত্বাবধানে অত্র গাইবান্ধা জেলায় ৩৫০ জন আনসার-ভিডিপি সদস্য-সদস্যার মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বুধবার (১২-০৫-২০২১ খ্রিঃ) সকালে জেলা কমান্ড্যান্ট জনাব মোঃ আশরাফুজ্জামান এর সভাপতিত্বে আনসার গ্রাম প্রতিরক্ষা বাহনী, গাইবান্ধা এর এই কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্ধোধন করেন গাইবান্ধা জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব মোঃ আ. মতিন। এ সময় আরোও উপস্থিত ছিলেন সদর উপজেলার উপজেলা প্রশিক্ষক ও প্রশিক্ষিকাসহ জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। সামাজিক দুরত্ব বজায় রেখে জেলার ০৭ টি উপজেলায় ৫০ জন করে ৩৫০ জন অসহায় ও দুস্থ আনসার-ভিডিপি সদস্য-সদস্যাদের পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। প্রতিটি পরিবারকে চাল, ডাল, তেল, আলু ও পেয়াজ বিতরণ করা হয়।