গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ভাতগ্রাম উৎসর্গ ফাউন্ডেশনের আয়োজনে হতদরিদ্র পরিবারে খাদ্য সামগ্রী ও অসহায় শিশুদের মাঝে পোশাক বিতরণ করা হয়েছে।
বুধবার (১২-০৫-২০২১) সকালে টিয়াগাছা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বিতরণ কাজের উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন ভাতগ্রাম উৎসর্গ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক আখিরুল ইসলাম, সভাপতি আহসান হাবিব, সাংগঠনিক সম্পাদক শাহ আলম, মহিলা বিষয়ক সম্পাদক শাম্মী আকতার, সদস্য সৌরভ সরকার, সজীব হাসান, রিপা আকতার, খোকন মিয়া, শাকিল আকন্দ, সবুজ শেখ, উৎপল , সামিয়া রহমান নিপু, তুষার আকন্দ, গৌতম চন্দ্র প্রমুখ।
উল্লেখ্য ইউনিয়নের ৯টি ওয়ার্ডে এই বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে। সংগঠনের প্রতিষ্ঠাতা বলেন- এটি সামাজিক সেচ্ছাসেবী ও অরাজনৈতিক সংগঠন। এটি ২০২০ সালে স্থাপিত। ১০জন সদস্য নিয়ে যাত্রা শুরু করেছি। বর্তমানে ৩৭জন সদস্য রয়েছে। অসহায়, হতদরিদ্র, পথ শিশুদের সেবায় কাজ করছি। সরকারি, বেসরকারি সংস্থা এবং বিত্তবানদের সহযোগীতা পেলে আমাদের কার্যক্রম আরো এগিয়ে নিতে পারব।