মানবিক পুলিশ কর্মকর্তা ও গাইবান্ধা জেলায় বিরতিহীন ৫ বছরের কর্ম জীবন শেষে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি পেয়ে বদলীকৃত কর্মস্থলে যোগদানের নিমিত্তে মোঃ আসাদুজ্জামান কে পলাশবাড়ী থানা পুলিশের পক্ষ হতে শুভেচছা ও ক্রেষ্ট প্রদানের মধ্য দিয়ে ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে বিদায় জানানো হয়।এসময় পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান, ওসি তদন্ত মতিউর রহমান,এসআই সঞ্জয়সহ থানা পুলিশের সকল কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এরআগে ১১ মে মঙ্গলবার গাইবান্ধা জেলা পুলিশের সি-সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার মো: আসাদুজ্জামান এর ১৪ এপিবিএন কক্সবাজার পুলিশে বদলী জনিত বিদায় সংবর্ধনা জেলা পুলিশের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম ক্রেস্ট প্রদান করেন এসময় জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, মো: আসাদুজ্জামান সি-সার্কেলে কর্মরত থাকা অবস্থায় সাফল্যর সাথে দায়িত্ব পালন করেছেন। পুলিশ সুপারের নির্দেশনায় পলাশবাড়ী ও গোবিন্দগঞ্জ থানার দায়িত্বপালন কালে অত্র এলাকার সংহিসতা,নাশকতা দমনের পাশাপাশি এ দুই থানা এলাকায় ডাকাতি বন্ধ করে ডাকাতদের ভালো হওয়া সৃযোগ সৃষ্টি করে দেশের মধ্যে একজন পুলিশ কর্মকর্তা হিসাবে ব্যাপক প্রশাংসিত হয়েছেন। মাদক নির্মলে মাদক কারবারিদের গ্রেফতার করে অত্র এলাকার আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরলসভাবে কাজ করে গেছেন। এছাড়াও তিনি একজন মানবিক কর্মকর্তা হিসাবে এই দুই থানা এলাকার অনেক অসহায় মানুষকে নিরাপদ বাসস্থান ঘর নির্মাণ করে দিয়েছেন। যে কোন দূর্যোগে অসহায় মানুষ গুলোকে দিয়েছেন খাদ্য বস্ত্র ও অর্থ সহায়তা । তার মতো একজন মানবিক , দক্ষ ও সুযোগ্য পুলিশ কর্মকর্তার প্রতি পলাশবাড়ী গোবিন্দগঞ্জ থানা এলাকার সর্বস্তরের মানুষ ও গাইবান্ধা জেলাবাসী চিরো কৃতজ্ঞ। এই পুলিশ কর্মকর্তা পদন্নতি বদলি জনিত বিদায় সত্যি খুশির হলেও গাইবান্ধা বাসীর নিকট কষ্টের । কারণ তিনি আমাদের বর্তমান সময়ে শুধু নিরাপত্তা বিষয় নিয়ে ভাবেননি আগামী দিনেও যাতে এই এলাকার মানুষ জনপদ যাতে নিরাপদ থাকে সে লক্ষে কাজ করে গেছেন। একজন ক্ষুদ্র গণামাধ্যমকর্মী হিসাবে আপনার সাফল্যময় জীবন কামনা করছি। জানি আপনি যেখানেই থাকবেন সেখানেই আপনার সফল্যতার ডানা মেলিয়ে দিবেন । আপনার মঙ্গলময় জীবন ও জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য কামনা করছি।