দুর্নীতি, উন্নয়ন ও অনুসন্ধানী বিষয়ক প্রতিবেদনের জন্য যমুনা টেলিভিশনের গাইবান্ধা প্রতিনিধি জিল্লুর রহমান পলাশসহ তিন সাংবাদিক সেরা প্রতিবেদকের পুরস্কার পেয়েছেন। প্রিন্ট ও অনলাইনে পুরস্কার পেয়েছেন, সাংবাদিক আমিনুল ইসলাম ও তোফায়েল হোসেন জাকির।
মঙ্গলবার (১১ মে) দুপুরে সাদুল্লাপুর প্রেসক্লাব কার্যালয়ে ঈদ পূর্ব মতবিনিময় সভা শেষে তাদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। ভালো কাজের মূল্যায়নে সেরা প্রতিবেদক হিসেবে তিনজনের নাম ঘোষণা করেন সাদুল্লাপুর প্রেসক্লাবের সভাপতি ও সমকালের প্রতিনিধি শাহজাহান সোহেল।
করোনাকালের কঠিন সময়েও দুর্নীতি, উন্নয়ন ও অনুসন্ধানী প্রতিবদন তুলে ধরায় তিন সাংবাদিককে পুরস্কারের জন্য মনোনীত করেন শাহজাহান সোহেল।
এরমধ্যে প্রধানমন্ত্রীর নগদ ২৫০০ টাকা প্রদানে সাদুল্লাপুরে ইউপি চেয়ারম্যানের দুর্নীতি-স্বজনপ্রীতি নিয়ে যমুনা টেলিভিশনে সচিত্র প্রতিবেদনের পুরস্কার পেয়েছেন জিল্লুর রহমান পলাশ। ৩ তরুণের বারোমাসী আমের বাগানের (উন্নয়ন) প্রতিবেদনের জন্য ভোরের ডাকের আমিনুল ইসলাম ও অসহায় নারীর জীবন চিত্র (অনুসন্ধানী) প্রতিবেদন করে পুরস্কার পেয়েছেন বার্তা২৪.কমের প্রতিনিধি তোফায়েল হোসেন জাকির।
স্বাগত বক্তব্যে শাহজাহান সোহেল বলেন, ‘করোনার এক বছরে সাংবাদিকরা বেশ ঝুঁকি নিয়ে কাজ করেছেন। এরমধ্যে দুর্নীতি, অনুসন্ধানী ও উন্নয়ন সাংবাদিকতায় ভূমিকা পালনে ব্যক্তিগত মূল্যয়নে তিনজন পুরস্কার অর্জন করেন। আগামিতে বড় পরিসরে সেরা সাংবাদিকদের জন্য পুরস্কার অনুষ্ঠান আয়োজন করবে সাদুল্লাপুর প্রেসক্লাব। এজন্য সাংবাদিকদের আরও ভালো প্রতিবেদন তুলে ধরার আহ্বান জানান তিনি।
এরআগে, সভায় সাংবাদিকতাসহ ঐক্যবদ্ধ সাদুল্লাপুর প্রেসক্লাবের সাংগঠনিক অগ্রগতি নিয়ে আলোচনা করেন সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, মাহামুদুল হক মিলন, অর্থ সম্পাদক মোস্তাফিজার রহমান ফারুক, সাবেক সভাপতি তাজুল ইসলাম রেজা ও সাবেক সাধারণ সম্পাদক খোরশেদ আলমসহ প্রেসক্লাবের সকল সাংবাদিক।
বিডি গাইবান্ধা ডট নিউজ/সম্পাদক