দেশব্যাপী মহামারী করোনা ভাইরাস কারনে চলছে লকডাউন। এতে করে কর্মহীন হয়ে পড়েছে দিন এনে দিন খাওয়া মানুষজন। এতে করে তাদের পাশে দাড়িয়ে মানবিকতা দেখালেন “হুমেইটি ওয়াল্ডওয়াইড ফাউন্ডেশন”।
রবিবার বিকেলে গাইবান্ধা শহরের ভিএইড রোড কালিবাড়ী মন্দিরে হিউম্যানিটি ওয়াল্ডওয়াইড ফাউন্ডেশন” পক্ষ থেকে ঈদ উপহার খাদ্য সামগ্রী বিতরন করা হয়। এ সময় ১শ ২০ জনের মাঝে চাল, ডাল, লবন, তেল, চিনি, সেমাই, আলু ও গুড়া দুধ বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন পুলিশ লাইন্স স্কুলের প্রধান শিক্ষক সুকমল মজুমদার, ফাউন্ডেশনের ভলান্টিয়ার সুস্মিতা মজুমদার সেতু, তানজিমুল, ফুয়াদ, মবিন, মিম, কৌশিক সহ অনেকে।