সাদুল্লাপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠী ওঁরাও সম্প্রদায়ের মাঝে গরু বিতরণ
গাইবান্ধা সাদুল্লাপুর উপজেলায় “সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষে প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প” এর আওতায় প্রধানমন্ত্রীর বিশেষ অনুদান হিসেবে নৃ-গোষ্ঠীর পরিবারের মধ্যে ২টি ক্রসব্রিড বকনা গরু, এবং গরুর খাবার বিতরণ করা হয়েছে। রোববার (০৯ মে) দুপুরে উপজেলা প্রশাসন কার্যালয়ে এই বকনা গরু বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন আলহাজ্ব মোঃ শাহরিয়ার খান বিপ্লব চেয়ারম্যান উপজেলা পরিষদ,উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ নোবী নেওয়াজ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ আরিফুর রহমান কনক , রনজিত কুমার অধিকারী প্রমুখ।
উল্লেখ্য, মুজিব বর্ষে দেশব্যাপী “সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থসামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষে প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প” এর আওতায় আধুনিক পদ্ধতিতে সমন্বিত প্রাণিসম্পদ উৎপাদনের লক্ষ্যে আধুনিক ব্যবস্থাপনা, উন্নতজাতের ঘাস উৎপাদন ও সংরক্ষণ ও প্রযুক্তি হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে পিছিয়ে পড়া এই ক্ষুদ্র-নৃগোষ্ঠীর কর্মসংস্থান, দারিদ্র্য বিমোচন ও আমিষের চাহিদা পূরণের সুযোগ সৃষ্টি হবে।