বিশ্ব “মা” দিবস উদযাপন উপলক্ষে গাইবান্ধায় আলোচনা সভা ও স্বপ্নজয়ী মায়েদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গাইবান্ধা জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজনে রবিবার দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন- জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি।
গাইবান্ধা জেলা প্রশাসক মোঃ আব্দুল মতিন সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন- গাইবান্ধা অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ সাদেকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) আবু খায়ের, গাইবান্ধা পৌর মেয়র মোঃ মতলুবর রহমান।
স্বাগত বক্তব্য রাখেন- মহিলা বিষয়ক অধিদপ্তর উপ-পরিচালক নার্গিস জাহান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান মাহমুদা বেগম পারুল, স্বপ্নজয়ী মা হাজেরা বেগম।
এ সময় উপস্থিত ছিলেন- এনডিসি এস এম ফয়েজ উদ্দিন, সহকারী কমিশনার লোকমান হোসেন, জান্নাতুল ফেরদৌস উর্মি, ইফতেখার রহমান সহ অনেকে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্বপ্নজয়ী মা হাজেরা বেগম এর কন্যা জেসমিন মুক্তি।
এ সময় ৫ জন স্বপ্নজয়ী মাকে সংবর্ধনা প্রদান করা হয়।