গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট থেকে একটি ট্রাকভর্তি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে পুলিশ। এসময় ট্রাক্টের চালকসহ দুইজনকে আটক করা হয়েছে। জব্দ করা পলিথিনের আনুমানিক মূল্য প্রায় সাড়ে ৪ লাখ টাকা।
শনিবার (৮ মে) সকালে ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল অভিযান চালিয়ে ধাপেরহাট এলাকার ছাইগাড়ি (গোবিন্দপুর) থেকে পলিথিন ভর্তি ট্রাকটি আটক করে।
বিষযটি নিশ্চিত করে ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সেরাজুল ইসলাম জানান, শনিবার সকালে নিষিদ্ধ পলিথিন ভর্তি ট্রাকটি রংপুর-ঢাকা মহাসড়ক হয়ে ধাপেরহাটে পৌঁছে। পরে গোপন খবর পেয়ে অভিযান চালিয়ে গোবিন্দপুর এলাকা খেকে ট্রাকটি (ঢাকা মেট্রো-ঠ ১৪-০৪৫৮) আটক করা হয়। এসময় চালক মুসা মিয়াসহ ট্রাকে থাকা বেলাল নামে একজনকে আটক করা হয়। ট্রাকটিতে ৪৫ বস্তা নিষিদ্ধ পলিথিন ছিলো। প্রতিবস্তা পলিথিনের বাজার মূল্য ১০ হাজার টাকা। এতে ৪৫ বস্তার পলিথিনের মূল্য দাঁড়ায় সাড়ে ৪ লাখ টাকা। পলিথিন উদ্ধারের ঘটনায় সাদুল্লাপুর থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।
এ বিষয়ে সাদুল্লাপুর থানার ওসি মাসুদ রানা জানান, ট্রাকভর্তি পলিথিনগুলো কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল এবং পলিথিন ক্রয়-বিক্রয়ের সঙ্গে কারা জড়িত তা জানা যায়নি। তবে আটকদের এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এদিকে, স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরেই ধাপেরহাট বাজারে নিষিদ্ধ পলিথিন বাজারজাত করে আসছিলে একটি চক্র। স্থানীয় কয়েকজন ব্যবসায়ী এই নিষিদ্ধ পলিথিন বেচাকেনায় জড়িত। এরআগেও, ধাপেরহাট বাজার থেকে নিষিদ্ধ পলিথিন জব্দ করেছিল পুলিশ। মূলত পুলিশসহ স্থানীয় প্রভাবশালীদের ম্যানেজ করেই কিছু অসাধু ব্যবসায়ীরা এই পলিথিনের ব্যবসা করে আসছেন। অনুসন্ধান করে ধাপেরহাট বাজারে পুলিশ-প্রশাসন অভিযান চালালে আরও পলিথিন জব্দ করা সম্ভব বলেও মনে করে স্থানীয় এলাকাবাসী।