আমার চাকুরির ছয় বছরেও দেখিনি এ স্বাস্থ্য কমপ্লেক্সে জেনারেটর ! কারণবশত বিদ্যুৎ না থাকলে মোমবাতি জ্বালিয়ে চিকিৎসা সেবা সহ অফিসিয়াল কাজকর্ম করতে হয় বলে এমনটাই অভিযোগ করলেন গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত একজন চিকিৎসক! ছবিটি ৭ই মে শুক্রবার সন্ধ্যায় তোলা হয় পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনের জরুরী বিভাগ থেকে ।
বর্তমান সময়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনের উন্নতি ও শয্যা সংখ্যা বেশী হলেও উন্নতি হয়নি স্বাস্থ্য সেবার ও পরিবেশের । বিদ্যুৎ চলে গেলে এখনো মান্দতা আমলের মতো কুপির বদলে মোমবাতির আগুনের আলোতে হয় জরুরী বিভাগের চিকিৎসা ।
দীর্ঘদিনের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনের জেনারেটর চাহিদা স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়ার পরে বছরের পর বছর পেরিয়ে গেলেও আজ দেওয়া হয়নি একটি জেনারেট । বিদ্যুৎ সংযোগ না থাকলে রোগীদের সহ জরুরী বিভাগের অবস্থা থাকে অন্ধকার । অবশেষে কতব্যরত চিকিৎসকদের চাহিদা অনুযায়ী ব্যবস্থা করা হয় মোমবাতির আলোর।
পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনের জন্য জরুরী ভিক্তিতে যেমন প্রয়োজন যেমন একটি জেনারেট তেমনি প্রয়োজন রয়েছে কর্মচারির । কর্মচারি সংকটের কারণে স্বাস্থ্য সেবা দিতে হিমশিম খেতে হয় চিকিৎসকদের । বিষয় গুলো আমলে নিয়ে দ্রুত সমাধানে স্থানীয় সচেতন মানুষ স্থানীয় জাতীয় সংসদ সদস্য , জেলা প্রশাসক,জেলা সিভিল সার্জনসহ সংশ্লিষ্টদের প্রয়োজনীয় হস্তক্ষেপ কামনা করেছেন।