গাইবান্ধা জেলা শহরের পুরাতন একটি রেইনট্রি গাছের ডালের নিচে চাপা পড়ে রাবেয়া বেগম (৬৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
শুক্রবার (০৭ মে) সন্ধ্যার দিকে শহরের মার্কাজ মসজিদের সামনে এই ঘটনা ঘটে।
রাবেয়া বেগম জেলা শহরের সরকারপাড়া এলাকার মৃত আবুল হোসেনের স্ত্রী।
স্থানীয়রা জানান, সন্ধ্যায় হঠাৎ করে কালবৈশাখী ঝড় শুরু হয়। এসময় রাবেয়া বেগম পায়ে হেঁটে বাড়ি যাচ্ছিলেন। তিনি মার্কাজ মসজিদের সামনে গেলে পুরাতন একটি রেইনট্রি গাছের ডাল ভেঙে তার মাথায় পড়ে। এতে গুরুত্বর আহত অবস্থায় রাবেয়া বেগমকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. মাহফুজার রহমান জানান, গাছের ডালের চাপা পড়ে রাবেয়া বেগমের মৃত্যু হয়েছে। নিহতের লাশ তার স্বজনরা বাড়ি নিয়ে গেছেন।
বিডি গাইবান্ধা ডট নিউজ /সম্পাদক