বুধবার রাত সাড়ে ৮টার দিকে সাদুল্লাপুর উপজেলার গ্রামীণ ব্যাংকের অদুরে পাকা সড়কের পাশের ৬৫ বছরের এক বৃদ্ধার বাড়িতে হাজির হয়ে উপহার সামগ্রী তুলে দেন তিনি। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন, সাদুল্লাপুর থানার ওসি মো. মাসুদ রানা ও সাদুল্লাপুর প্রেসক্লাবের সভাপতি মো. শাহজাহান সোহেল। এসব উপহার সামগ্রীর মধ্যে ছিলো পোলাওয়ের চাল, তেল, চিনি, লাচ্ছা, সাবান ও বাদামসহ কিচমিচের প্যাকেট।
ইউএনও নবীনেওয়াজ জানান, করোনার লকডাউন পরিস্থিতিতে যারা প্রকৃত অর্থেই খুব কষ্টে আছেন। তাদেরকে খুঁজে বের করে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পাঠানো উপহার সামগ্রী নিজ হাতে তুলে দিচ্ছি। আগামিকাল বৃহস্পতিবার রাতেও দামোদরপুর ও কামারপাড়া ইউনিয়নের বিভিন্ন গ্রাম ঘুরে ঈদ উপহার সামগ্রী বিতরণ করবেন বলেও জানান তিনি।
এদিকে, ইউএনও নবীনেওয়াজের হাতে সহায়তা পেয়ে খুশি কর্মহীন ও অসহায় মানুষগুলো। আর সুশীল সমাজ বলছেন, অসহায়দের প্রতি ইউএনও’র ভিন্ন পন্থার অবলম্বন নিখাদ ভালোবাসার বহিঃপ্রকাশ।
ইউএনও নবীনেওয়াজ যোগদানের পর থেকে ব্যতিক্রমী কিছু কর্মকাণ্ডে বেশ সাড়া ফেলেছেন সাদুল্লাপুর উপজেলায়। এরআগেও তিনি বিভিন্ন এলাকার বাড়ি ঘুরে প্রকৃত হতদরিদ্র ও কর্মহীন অসহায় মানুষ খুঁজে বের করে তাদের ঘর করে দেয়া, ত্রাণ সামগ্রী ও আর্থিকসহ বিভিন্ন সহায়তা দিয়েছেন। শুধু তাই নয়, সাদুল্লাপুর উপজেলার শিক্ষা, চিকিৎসা ও উন্নয়নসহ সার্বিক বিষয়েও রাত-দিন নিরলসভাবে কাজ করে যাচ্ছেন ইউএনও নবীনেওয়াজ।
বিডি গাইবান্ধা ডট নিউজ /সম্পাদক