পবিত্র মাহে রমজান ও করোনা কালিন সময়ে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি মোন্তেজার রহমান চঞ্চলের আয়োজনে ইফতার ও রান্না করা খাবার বিতরণ করা হয়েছে ।
বুধবার (০৫-০৫-২০২১) বিকালে সাদুল্লাপুর শহরে হতদরিদ্র, গরীব, ভ্যান রিকসাওয়ালা, দোকান্দারসহ সকল শ্রেণির মানুষের মাঝে ১২০০ ইফতারের প্যাকেট বিতরণ করা হয়।
পরে সভাপতির ব্যক্তিগত অফিস কার্যালয়ের পাশে কিন্ডারগার্টেন স্কুলে এলাকাবাসী ও নেতাকর্মীদের নিয়ে ইফতার পার্টির আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ সাদুল্লাপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সাহারিয়া খাঁন বিপ্লব, বাংলাদেশ ছাত্রলীগ গাইবান্ধা জেলা শাখার সাধারণ সম্পাদক মোসাদ্দেক হোসেন মামুন, উপজেলা কৃষকলীগের সভাপতি জহুরুল হক, জাতীয় শ্রমিকলীগ উপজেলা শাখার সাধারণ সম্পাদক রুহুল আমিন সরকার জুয়েল, সেচ্ছাসেবকলীগ সাদুল্লাপুর উপজেলা শাখার আহবায়ক এশরাফুল কবীর (আরিফ), যুগ্ন আহবায়ক আসলাম হোসেন নান্নু ও হাসানুর করিম শাকিব, ফরিদপুর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি আসাদুদদৌলা খন্দকার, হাবিবুর রহমান, বাংলাদেশ ছাত্রলীগ উপজেলা শাখার যুগ্ন সাধারণ সম্পাদক সোহেল রানা মামুন, সাংস্কৃতিক সম্পাদক ইউসুফ হারুন অর রশিদ রিয়াদ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক মুশফিকুর রহমান রুবেল, উপজেলা সদস্য মোস্তফাসহ ইউনিয়ন ও ওয়ার্ড শাখার ছাত্রলীগের সকল নেতাকর্মী।