গাইবান্ধার পলাশবাড়ীতে তরুণ যুব সংঘের আয়োজন ৩’শ জন অসহায় পরিবারে মাঝে খাদ্য সহায়তার বিতরণ করা হয়েছে।
২ মে রবিবার বিকেলে গাইবান্ধার পলাশবাড়ী তরুণ যুব সংঘের চেয়ারম্যান সৌদি প্রবাসী রিমন আহম্মেদ এরশাদের এর নিজস্ব অর্থায়নে ও ২নং হোসেনপুর ইউনিয়ন শাখা আয়োজন স্বাস্থ্যবিধি মেনে পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নের হাসবাড়ী স্কুল মাঠে,শালমারা ও দিগদারী গ্রামের সৌদি প্রবাসী পলাশবাড়ী তরুণ যুব সংঘের চেয়ারম্যান রিমন আহম্মেদ এরশাদের প্রতিনিধি হিসেবে শাহিন শেখ ৩’শ জন অসহায় পরিবারের মাঝে এসব খাদ্য সহায়তার বিতরণ করেন।
এসময় এলাকার তরুন সমাজসেবক শাকিল মিয়া,মামুন সরকার,আরিফ মন্ডল,শরিফুল ইসলামৃ, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য শাপলা বেগম,মেহেদুল ইসলাম, নূর আলম,রনি ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
এই মানবতার জন্য সৌদি প্রবাসী পলাশবাড়ী তরুণ যুব সংঘের চেয়ারম্যান রিমন আহম্মেদ এরশাদের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন ও তার পরিবারের জন্য দোয়া করেন।√#