খাদ্য অধিদপ্তরের অধীনে চলতি বোরো মৌসুমে ধান ক্রয়ের জন্য কৃষকের এ্যাপসের মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে সোমবার ৩ মে গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে প্রথমবারের মতো ৩ হাজার ৮’শ ৬৮ জন কৃষক এ্যাপসের মাধ্যমে নিবন্ধন করে । উপজেলা নির্বাহী অফিসার রাফিউল ইসলাম এ্যাপস এর মাধ্যমে প্রথম পর্যায়ে ১ হাজার ৫ শ ৮ মেট্রিকটন বোরো ধান ক্রয় এর বিপরীতে নিবন্ধিত কৃষকের মধ্যে থেকে লটারির মাধ্যমে ১ হাজার ১’শ ৮২ জন কৃষক নির্বাচন করেন।
এসময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোফাখখারুল ইসলাম, উপজেলা কৃষিবিদ আল ইমরান, সদর উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা মো: সবুজ মিয়া, গাইবান্ধা বিটিভি প্রতিনিধি আবেদুর রহমান স্বপন সহ অন্যান্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন ।
উল্লেখ্য,গাইবান্ধা পৌরসভা সহ সদর উপজেলার ১৩ টি ইউনিয়নে ৩ হাজার ১৭ মেট্রিক টন বোরো ধান ক্রয় করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আগামী ১১ই মে কৃষক নিবন্ধন এর মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে দ্বিতীয় পর্যায়ের কৃষক নির্বাচন করা হবে।√#